বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জায়েদের নামে শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন ওমর সানি

  •    
  • ১২ জুন, ২০২২ ১৮:৩৩

জায়েদের নামে জিডি করার চিন্তা করছেন বলে জানান ওমর সানি। তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনও ফাইনাল সিদ্ধান্ত নেইনি। ভাই-ব্রাদারেরা আছেন। দেখি তারা কী সমাধান করেন। তারপর সিদ্ধান্ত নেব।’

জায়েদ খানের নামে শিল্পী সমিতিতে অভিযোগ দিচ্ছেন বলে জানিয়েছেন ওমর সানি।

রোববার বিকেল সোয়া ৬টার দিকে ওমর সানি নিউজবাংলাকে বলেন, ‘আমি এখন শিল্পী সমিতিতে আছি। লিখিত অভিযোগ দেব।’

তবে অভিযোগের বিষয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জায়েদের নামে জিডি করার চিন্তা করছেন বলেও জানান ওমর সানি। তিনি বলেন, ‘এ ব্যাপারে এখনও ফাইনাল সিদ্ধান্ত নেইনি। ভাই-ব্রাদারেরা আছেন। দেখি তারা কী সমাধান করেন। তারপর সিদ্ধান্ত নেব।’

ঢাকাই সিনেমার অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ঝামেলায় জড়িয়েছিলেন চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খান।

ওমর সানির দাবি, তিনি জায়েদকে চড় মেরেছেন। চড় খেয়ে জায়েদ পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দিয়েছেন।

অন্যদিকে জায়েদ খানের দাবি, তিনি চড় খাননি। সে সময় পিস্তলও ছিল না তার কাছে।

অভিনেতা বলছেন, তার লাইসেন্স করা পিস্তল আছে, তবে তিনি সেটি নিয়ে সবসময় ঘোরেন না।

শুক্রবার রাতের ওই ঘটনা নিয়ে রোববার সকালে অভিনেতা ডিপজল নিউজবাংলাকে বলেন, ‘আমি চড়ও দেখি নাই, পিস্তলও দেখি নাই। আর ওখানে তো পিস্তল নিয়ে যাওয়ার সুযোগ নাই।’

এদিকে ঠিক কী নিয়ে এ ঝামেলার সূত্রপাত তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষই। ওমর সানি শনিবার রাতে জায়েদ খানের উল্লেখ করে নিউজবাংলাকে বলেন, ‘ওর সবখানে নাক গলাতে হবে কেন?’

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করার জন্য তার স্বামী ওমর সানি চড়াও হন জায়েদের ওপর।

এ নিয়ে শনিবার রাতে জায়েদ নিউজবাংলাকে জানান, মৌসুমীর সঙ্গে তিনি কথা বলে বিষয়টি প্রমাণ করে দেবেন যে, তাকে বিরক্ত করেননি।

ঘটনার সময় ওমর সানি মাতাল ছিলেন বলেও দাবি জায়েদের।

এ বিভাগের আরো খবর