দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন রাশ্মিকা মান্দানা। পুষ্পা মুক্তির পর সেই জনপ্রিয়তা আরও তুঙ্গে।
দক্ষিণী এই অভিনেত্রী এবার জুটি বেঁধেছেন বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে।
ক্রাইম ড্রামা অ্যানিম্যাল সিনেমায় অভিনয় করছেন তারা। গত এপ্রিলের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।
সে সময় হিমাচল প্রদেশের মানালির পাহাড়ি বাঁকে শুটিংয়ের দৃশ্য চলন্ত গাড়ি থেকে ক্যামেরাবন্দি করেছিলেন তাদেরই এক ভক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সময় নেয়নি সেই ভিডিও।
কাজের সুবাদেই বন্ধুত্ব জমে উঠেছে নায়ক-নায়িকার। ফিল্মফেয়ারকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে রাশ্মিকার কাছে জানতে চাওয়া হয়েছিল; শুটিং সেটে রণবীরের সঙ্গে কেমন কাটছে?
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা। ছবি: সংগৃহীত
রাশ্মিকা বলেন, ‘তিনি অত্যন্ত যত্নশীল। আমি অবশ্য তার সঙ্গে প্রথম দেখা করার সময় নার্ভাস ছিলাম, কিন্তু তার সঙ্গে মেশা এতটাই সহজ যে পাঁচ মিনিটের মধ্যেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করেছিলাম।
‘ব্যাপারটা ভেবেছি, এটি আশ্চর্যজনক যে রণবীর ও সন্দীপের সঙ্গে বিষয়টা সহজ ছিল। এবং পুরো ইন্ডাস্ট্রিতে একমাত্র তিনি আমাকে ‘ম্যাম’ ডাকেন এবং এটি আমি পছন্দ করি না।’
এরপরই হেসে এই অভিনেত্রী বলেন, ‘আমি এর জন্য তাকে ধরব।’
অ্যানিম্যাল সিনেমাটি প্রযোজনা করছে টি-সিরিজ।কবির সিং ও অর্জুন রেড্ডি খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালনা করছেন এটি।
রাশ্মিকা-রণবীর ছাড়াও অ্যানিমাল-এ আছেন অনিল কাপুর এবং ববি দেওল। ২০২৩ সালের ১১ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে এই সিনেমার+।