বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘এমআর-নাইন’ চিত্রনাট্যে কিছু পরিবর্তনের সুপারিশ

  •    
  • ১০ জুন, ২০২২ ১৯:০২

সিনেমাটির নির্মাতা আমেরিকায় থাকা আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন এ বি এম সুমন। এ তথ্য ছাড়া পাল্টে গেছে-যাচ্ছে প্রায় সব তথ্য। পরিবর্তন হয়ে গেছে আগের সব অভিনয়শিল্পীরাও।

দেশের তুমুল জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংসপাহাড়’ অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। যার নাম হতে পারে এমআর-নাইন। অনেক দিন ধরেই এমন খবর দিয়ে আসছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

প্রযোজনা প্রতিষ্ঠান তাদের ফেসবুক পেজে মাঝে মাঝে সিনেমাটি নিয়ে তথ্য জানায় দর্শকদের। তবে এর বাইরে সিনেমাটি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

সিনেমাটির নির্মাতা আমেরিকায় থাকা আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে অভিনয় করছেন এবিএম সুমন। এ তথ্য ছাড়া পাল্টে গেছে-যাচ্ছে প্রায় সব তথ্য। পরিবর্তন হয়ে গেছে আগের সব অভিনয়শিল্পীরাও।

ইনটারন্যাশনাল মুভি ডাটাবেজ (আইএমডিবি) এর তথ্য মতে সিনেমাটির প্রযোজনায় যুক্ত পরিচালক আসিফ আকবর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ, কলিন বাতেস, আল ব্রাভো, হামডি কিউয়ানুকা, সহ প্রযোজক মাইকেল পিজিমেনটি, মিসেল ওয়াং, মনিকা আর. কুপার, নির্বাহী প্রযোজক নিকো ফস্টার, ফিলিপ বি. গোল্ডফাইন, পিটার নাগুয়েন, সহ-নির্বাহী প্রযোজক এস.আই. খান।

বিষয়টি নিয়ে জানতে সহ-নির্বাহী প্রযোজক এস.আই. খানকে ফোন করে পাওয়া যায়নি।

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র নিউজবাংলাকে জানিয়েছে, উপন্যাস থেকে সিনেমা নির্মাণের অনুমতিটি জাজ মাল্টিমিডিয়ার। সিনেমাটির বাংলাদেশের স্বত্ব থাকছে প্রতিষ্ঠানটির। আর বিদেশে প্রদর্শন থেকে অন্য সব বিষয়ের স্বত্ব থাকছে বিদেশিদের।

কোনো সিনেমা যৌথ প্রযোজনার হলে, সেই সিনেমার চিত্রনাট্য দেখিয়ে নিতে হয় যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটির কাছ থেকে। মাসুদ রানার চিত্রনাট্য জমা দেয়ার পর সেখানে কিছু শব্দ বিয়োজনের পরামর্শ দিয়েছে বলে নিউজবাংলাকে জানান প্রিভিউ কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘একজায়গায় ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলা আছে, জায়গাটির নাম পরিবর্তন করার পরামর্শ দিয়েছি আমরা। এছাড়া দেশের সম্মান খুন্ন হয় এবং ভায়োলেন্স যেন কম হয় সেই পরামর্শ দিয়েছি।’

উপন্যাসে এবং চিত্রনাট্যে কাপ্তাই বাধ ধ্বংসের চেষ্টার কথা বলা আছে। সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে ‘কাপ্তাই বাধ’ শব্দটিও পরিবর্তন করার পরামর্শ দেয়া হয়েছে।

৭ জুন এফডিসিতে এ নিয়ে সভা হয় প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও প্রিভিউ কমিটির মধ্যে। সেখানে প্রযোজনা প্রতিষ্ঠোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অভিনেতা-পরিচালক নাদের চৌধুরী।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘প্রিভিউ কমিটি খুব ইতিবাচক ছিল, আমরাও ইতিবাচক। কিছু শব্দের কথা বলেছে তারা, মূল কনটেন্টে কোনো সমস্যা নাই।’

তাহলে কি প্রযোজনা প্রতিষ্ঠান চিত্রনাট্য থেকে শব্দগুলো বাদ দেবে? জনতে যোগাযোগ করা হয় সিনেমার চিত্রনাট্যকার নাজিম-উদ-দৌলার সঙ্গে।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি প্রযোজকও জানেন, আমিও জানি। এটা পরিবর্তন হবে কিনা সেটা প্রযোজক বলতে পারবেন। আমি যেটা বলতে চাই সেটা হলো, গল্পটিকে আমরা এই সময়ের মতো করে উপস্থাপন করতে চাই। যার কারণে সমসাময়িক অনেককিছুই চলে আসতে পারে। আমার মনে হয় এটা সিনেমাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।’

এমআর-নাইন সিনেমার শুটিং শুরু হয়ে গেছে। ফেসবুকে এবিএম সুমনকে লাস ভেগাসে দেখা গেছে পরিচালক আসিফ আকবরের সঙ্গে।

এ বিভাগের আরো খবর