দর্শক চাহিদা ও জনপ্রিয়তার প্রতি লক্ষ রেখে বঙ্গ আবারও নিয়ে এলো বিদেশি সিনেমা। দক্ষিণ ভারতের পরিচালক মারি সেলভারাজ পরিচালিত গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটির নাম কারনান, যা বাংলা ভাষায় ভাষান্তর হয়ে মুক্তি পাচ্ছে বিদ্রোহী নামে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বঙ্গবিডি কর্তৃপক্ষ। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তামিল চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ধানুশ ও রাজিশা বিজয়ন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন লক্ষ্মী প্রিয়া চন্দ্রমৌলি, আজহাগাম পেরুমাল, জি এম কুমার, গৌরী জি কিশান, ইয়োগি বাবু, নটরাজন সুব্রামানিয়াম।
কারনান সিনেমাটি মুক্তি পায় ২০২১ সালের ৯ এপ্রিল। পরবর্তী সময়ে ১৪ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পায় সিনেমাটি।
বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে দর্শকরা সিনেমাটি বিনা মূল্যে উপভোগ করতে পারবেন ১০ জুন থেকে।
গ্রামীণ প্রেক্ষাপটে শোষণ, বঞ্চনা, জাতিভেদ, সংস্কার, প্রেম ও দ্বন্দ্ব, সর্বোপরি উঁচু জাতের মানুষদের সঙ্গে সংঘর্ষ নিয়ে নির্মিত হয়েছে বিদ্রোহী সিনেমাটি।
বঙ্গর হেড অফ লাইসেন্সিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্যারোলিন হপনার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘রজনীকান্তের ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম কাবালি-এর পরে আমরা এখন ধানুশের ব্লকবাস্টার কারনান- বিদ্রোহী মুক্তি দিচ্ছি। চলচ্চিত্রের টাইটেলটি বিদ্রোহী হিসেবে অনূদিত হয়েছে এবং এখানে গ্রামের একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী তরুণের জীবনের গল্প, ভাঙা স্বপ্ন ও প্রতিদিনের সংঘাত দেখানো হয়েছে।’