বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গণ-অর্থায়নে ‘জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’

  •    
  • ৬ জুন, ২০২২ ২২:০২

উৎসবের উদ্বোধন হবে ১০ জুন সকাল ৯টায়। থাকছে ‘প্রডিউসিং উইথ আরিফুর রহমান’, ‘সিনেমাটোগ্রাফি উইথ রাশেদ জামান’ শিরোনামের দুটি ওয়ার্কশপ। প্রথম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চন্দ্রাবতী কথা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে অলাতচক্র সিনেমা।

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি, চলচ্চিত্র আন্দোলন ও জহির রায়হান চলচ্চিত্র সংসদের সম্মিলিত প্রয়াসে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসব’।

উৎসবে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে ওয়ার্কশপ। ১০ থেকে ১২ জুন বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে উৎসবটি অনুষ্ঠিত হবে৷

উৎসবটি হচ্ছে গণ-অর্থায়নে৷ এই উৎসবে কোনো স্পন্সর থাকছে না বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন উৎসব কমিটির আহ্বায়ক শামসুজ্জোহা স্থির।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘প্রথমবার আমরা তিন সংগঠন মিলে এটি করতে যাচ্ছি। যেটা আমাদের বড় একটা শক্তি। আর স্পন্সর নিলে হয়তো আমরা যেটা করতে চাই সেটা করতে পারব না, তাই আমরা যতটুকু পারি, আমাদের সাধ্যের মধ্যে উৎসবটি পরিচালনা করতে চাই।’

শামসুজ্জোহা স্থির জানান, এরই মধ্যে অনেকেই অর্থ পাঠিয়েছেন। অর্থের ঘাটতি এখনও কিছু রয়ে গেছে। তাই তারা উৎসবে আর্থিক সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সব চলচ্চিত্রপ্রেমী মানুষের কাছে আহ্বান জানিয়েছেন।

উৎসবের উদ্বোধন হবে ১০ জুন সকাল ৯টায়। থাকছে ‘প্রডিউসিং উইথ আরিফুর রহমান’, ‘সিনেমাটোগ্রাফি উইথ রাশেদ জামান’ শিরোনামের দুটি ওয়ার্কশপ।

জাহাঙ্গীরনগর স্বাধীন চলচ্চিত্র উৎসবের শিডিউল। ছবি: সংগৃহীত

প্রথম দিন বিকেল ৪টা ৩০ মিনিটে চন্দ্রাবতী কথা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে অলাতচক্র সিনেমা।

দ্বিতীয় দিন ‘সাউন্ড ডিজাইনিং উইথ হারুন অর রশিদ’ ও ‘স্ক্রিপ্ট রাইটিং উইথ নুরুল আলম আতিক’ শিরোনামের দুটি ওয়ার্কশপ থাকছে। এ ছাড়া নোনা জলের কাব্য সিনেমাটি দেখানো হবো বেলা ৩টা ৩০-এ এবং রেহানা মরিয়ম নূর প্রদর্শিত হবে সন্ধ্যা ৭টায়। ডিরেক্টর’স টক-এ থাকবেন মোহাম্মদ তৌকির ইসলাম।

১২ জুন প্রদর্শিত হবে উৎসবে জমা পড়া স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলোর মধ্য থেকে নির্বাচিতগুলো। মিট দ্য আর্টিস্ট ইভেন্টে থাকবেন মনোজ প্রামাণিক। সর্বশেষ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে পুরস্কার বিতরণ।

এ বিভাগের আরো খবর