দেশের সংগীতশিল্পী-অভিনেতা তাহসানকে সম্প্রতি দেখা গেছে মাল্টি-কালচারাল গায়িকা ও গীতিকার লেইলা পারির সঙ্গে। ইনস্টাগ্রামের একাধিক ভিডিও পোস্টে তাদের গান গাইতে শোনা গেছে।
এ বিষয়টি জানতে তাহসানকে ফোন এবং ইনস্টাগ্রাম ম্যাসেজ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ইনস্টাগ্রামে একদিন আগে পোস্ট করা একটি ভিডিও দেখা যাচ্ছে তাহসান ও লেইলার পেজে। যার ভিডিও ক্যাপশনে লেইলা পারি লিখেছেন, “আমার মধ্যের সেরাটা বের করে আনার জন্য আপনাকে ধন্যবাদ তাহসান খান। ‘আমি তোমাকে চিরকাল ভালোবাসব না’ শিগগিরই মুক্তি পাবে, এটি শুনতে আমাকে স্পটিফাইতে অনুসরণ করুন।’
একই ভিডিও শেয়ার করে তাহসান লিখেছেন, ‘সেরাটা নিশ্চিত হওয়া বাকি! আমাদের গানগুলো আরও বড় এবং ভালো হতে চলেছে। আমরা কেবল ওয়ার্ম-আপ করছি, তাই না?’
তাহসানের ইনস্টা পেজে ১৯ মে দুটি ভিডিও পাওয়া গেছে। যেখানে দেখা যাচ্ছে, তাহসান ও লেইলা নিউ ইওর্কের সেন্ট্রাল পার্কে ক্যামেরার সামনে এবং তারা গানের সঙ্গে ঠোট মেলাচ্ছেন।
শুধু এগুলোই নয়, এক সপ্তাহ আগে তাহসানের ইনস্টা পেজে পোস্ট করা লেইলার টিকটক ভিডিওর ওপরে লেখা আছে, ‘আমার আসন্ন দুটি মিউজিক ভিডওর দৃশ্যধারণ করলাম সেন্ট্রাল পার্কে।’ ভিডিওটির শেষ অংশে দেখা যায় তাহসানকেও।
লেইলা পারি একজন আমেরিকান স্বাধীন সংগীতশিল্পী। স্পটিফাইতে তার মিলিয়নেরও বেশি শ্রোতা রয়েছে।