বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ট্রান্সজেন্ডারের প্রেম নিয়ে পাকিস্তানি ছবি পুরস্কার জিতল কানে

  •    
  • ২৮ মে, ২০২২ ১৪:৫৮

জয়ল্যান্ড সিনেমার পরিচালক সাইম সাদিক। সিনেমাটিকে পাকিস্তানের যৌন বিপ্লবের গল্প হিসেবে উল্লেখ করছেন সমালোচকরা।

জয়ল্যান্ড একটি পাকিস্তানি সিনেমা। সিনেমাটিতে একজন ট্রান্সজেন্ডারের সাহসী জীবন তুলে ধরা হয়েছে। তিনি একজন নৃত্যশিল্পী।

কান চলচ্চিত্র উৎসবের আঁ সতেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করা সিনেমাটি পেয়েছে কুয়ের পাম পুরস্কার।

শুক্রবার এ পুরস্কার ঘোষণা করা হয়। পাকিস্তানের প্রথম সিনেমা হিসেবে জয়ল্যান্ড অংশ নিয়েই করে দিয়েছে বাজিমাত; তুলে নিয়েছে পুরস্কার।

বিভাগের জুরিপ্রধান এএফপিকে বলেছেন, ‘সিনেমাটি সেরা এলজিবিটি বা কুয়ের বা নারীবাদী থিমযুক্ত চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছে।'

জয়ল্যান্ড সিনেমার পরিচালক সাইম সাদিক। সিনেমাটিকে পাকিস্তানের যৌন বিপ্লবের গল্প হিসেবে উল্লেখ করছেন সমালোচকরা।

ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজে (আইএমডিবি) গল্পের সারমর্ম হিসেবে উল্লেখ আছে- একটি পিতৃতান্ত্রিক পরিবার। বংশ বৃদ্ধির জন্য সেই পরিবারের সদস্যরা ছেলেসন্তানের জন্য আকুল হয়ে আছেন এবং প্রত্যাশা করে যে পরিবারের ছোট ছেলে তাদের সেই আশা পূরণ করবে।

কিন্তু ছোট ছেলে গোপনে একটি যৌন উত্তেজক নৃত্য থিয়েটারে যোগ দেয় এবং সেই দলের পরিচালকের প্রেমে পড়ে। তাদের অসম্ভব প্রেমের গল্প পুরো পরিবারকে যৌন বিষয়ে বিদ্রোহ এবং যৌন আকাঙ্ক্ষায় আলোকিত করতে শুরু করে।

জুরিপ্রধান ও ফরাসি পরিচালক ক্যাথরিন করসিনি এএফপিকে বলেছেন, ‘কুয়েরি পাম-এ আমরা যে বিষটিকে গুরুত্ব দিতে চাই, সে বিষয়ে জয়ল্যান্ড অত্যন্ত শক্তিশালী চলচ্চিত্র।’

এ বিভাগের আরো খবর