বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিমসহ অনেকেই নেই ‘এমআরনাইন’ সিনেমায়

  •    
  • ২৩ মে, ২০২২ ২০:৪৩

সিনেমার অভিনয়শিল্পীর তালিকায় পরিবর্তন আসছে আরও। এমআরনাইন সিনেমার ঘোষণার সময় বিদেশি আরও অনেক অভিনয়শিল্পীর নাম শোনা গিয়েছিল। সেসবের কিছুই এখন আর নেই।

দেশের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। চরিত্রটি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা এমআরনাইন। এতে র-এর এজেন্টের ভূমিকায় অভিনয় করার কথা ছিল অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের।

কিন্তু কাজটি আর তার করা হচ্ছে না। শিডিউল সমস্যায় সিনেমাটি থেকে সরে আসতে হয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন অভিনেত্রী।

সোমবার রাতে মিম নিউজবাংলাকে বলেন, ‘গত মাসের শেষ দিকে যখন এমআরনাইন সিনেমার কাজের কথা বলা হলো, তখন আমি আর সময় দিতে পারিনি।’

মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাসে সুলতা নামের র-এর এজেন্ট হিসেবে কাজ করার কথা ছিল মিমের।

মিমের জায়গায় কে অভিনয় করবেন, সেটি জানা জায়নি। সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া এ নিয়ে কথা বলতে চাচ্ছে না। অন্যদিকে মিমও জানেন না বিষয়টি।

সিনেমার অভিনয়শিল্পীর তালিকায় পরিবর্তন আসছে আরও। এমআরনাইন সিনেমার ঘোষণার সময় বিদেশি আরও অনেক অভিনয়শিল্পীর নাম শোনা গিয়েছিল। এমনকি ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজেও (আইএমডিবি) ছিল দেশি-বিদেশি অভিনয়শিল্পীদের লম্বা তালিকা।

সেসবের কিছুই এখন আর নেই। আইএমডিবিতে এমআরনাইন-এর পেজে ঢুকলে অভিনেতা জেটি তোমাঙ্গি ও মাসুদ রানার চরিত্রাভিনেতা এবিএম সুমন ছাড়া নেই কারও নাম।

চলতি মাসের মাঝামাছি সময় থেকে শুরু হয়েছে এমআরনাইন সিনেমার কাজ। সিনেমার প্রযোজনা সংস্থা ১৯ মে তাদের ফেসবুক পোস্টে জানায়, শুটিংয়ের জন্য এ বি এম সুমন লাস ভেগাস পৌঁছেছেন।

অভিনেতা এ বি এম সুমনের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, ২১ মে এমআরনাইন সিনেমার পরিচালক আসিফ আকবরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন সুমন।

এ বিভাগের আরো খবর