বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অভি-অ্যাশের সঙ্গে অনন্ত-বর্ষা, কান শহরে হবে সিনেমার প্রচার

  •    
  • ১৮ মে, ২০২২ ১৬:০৭

১৬ মে অনন্ত তার পেজে একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে জানান, অনন্ত ও বর্ষা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের দিন- দ্য ডে এবং নেত্রী- দ্য লিডার সিনেমার ট্রেলার দেখাবেন।

বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন দেশের ‘পাওয়ার কাপল’ খ্যাত অনন্ত জলিল ও বর্ষা দম্পতি। সেখানে গিয়ে তাদের দেখা হয়েছে বলিউডের আরেক ‘পাওয়ার কাপল’ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে।

বুধবার দুপুরে অনন্ত তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভি-অ্যাশের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে লেখা, ‘একসঙ্গে ঢালিউড ও বলিউড তারকারা। ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সঙ্গে সময় কাটাচ্ছেন অনন্ত জলিল ও খাদিজা পারভিন বর্ষা।’

এর আগে একই পেজে আরেকটি ভিডিও প্রকাশ করেন অনন্ত। সেখানে দেখা যায় লাল গাউনে বর্ষা এবং স্যুটেড-বুটেড অনন্ত। তারা হেঁটে যাচ্ছেন কোথাও। তাদের ছবি তুলতে ব্যস্ত আলোকচিত্রীরা।

১৬ মে অনন্ত তার পেজে একটি ভিডিও বার্তা প্রকাশের মাধ্যমে জানান, অনন্ত ও বর্ষা কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন এবং সেখানে তারা তাদের দিন- দ্য ডে এবং নেত্রী- দ্য লিডার সিনেমার ট্রেলার দেখাবেন। সিনেমা ডিস্ট্রিবিউটরদের সঙ্গে সিনেমাটি নিয়ে কথা বলার চেষ্টাও করবেন তারা। তবে এ সবই হবে কান চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিকতার বাইরে।

যেহেতু কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে সেখানে সিনেমাসংশ্লিষ্টদের সমাগম হয়, তাই সেখানে উৎসবের মূল আয়োজনের বাইরেও সিনেমা হল ও সিনেমা ব্যবসায়ীদের আনাগোনা থাকে। কারও সঙ্গে আগে থেকে মিটিং সেট করা থাকলে খুব সহজেই সিনেমার ব্যবসাসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার সুযোগ পাওয়া যায়।

উৎসবের বাইরে থিয়েটার ভাড়া পাওয়া যায়। চাইলে সেখানে সিনেমা বা ট্রেলার দেখানোর সুযোগ রয়েছে। এর আগে অনন্ত তার সিনেমা এ প্রক্রিয়াতে প্রদর্শনও করেছেন।

অনন্ত-বর্ষা জুটির দিন- দ্য ডে সিনেমাটি মুক্তি পাবে কোরবানির ঈদে। সে প্রস্তুতিও রাখছেন তারা।

এ বিভাগের আরো খবর