বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এখনও বাস চালান ‘কেজিএফ’ খ্যাত যশের বাবা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ মে, ২০২২ ১৮:০৭

পরিচালকের মতে, ছেলে সুপারস্টার হওয়ার পরেও বাবা যে নিজের পরিচয় ভোলেননি, এটা অনেক অনুপ্রেরণার।

এক মাস পার হয়ে গেছে কেজিএফ চ্যাপ্টার টু এর মুক্তির, এরই মধ্যে বক্স অফিসে হাজার কোটির ব্যবসা করে ফেলেছে সিনেমাটি। দক্ষিণী অভিনেতা যশ রীতিমতো আইকন হয়ে উঠেছেন সিনেমায় অভিনয় করে।

নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে যশ। সাফল্য যা এসেছে তার দীর্ঘ পরিশ্রমের ফলেই। এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তার বাবা পেশায় বাস ড্রাইভার ছিলেন।

কিন্তু সম্প্রতি জানা গেছে, ছেলে সুপারস্টার হওয়া সত্ত্বেও চাকরি ছাড়েননি যশের বাবা অরুণ কুমার। এখনও বাস ড্রাইভার হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছেন পরিচালক এস এস রাজামৌলি।

রাজমৌলির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘শুনেছি, যশের বাবা নাকি বাসচালক। আজও নাকি তিনি চাকরি ছাড়েননি। আমার মতে, তিনিই আসল স্টার। যশের চেয়েও তার কৃতিত্ব বেশি।’

পরিচালকের মতে, ছেলে সুপারস্টার হওয়ার পরেও বাবা যে নিজের পরিচয় ভোলেননি, এটা অনেক অনুপ্রেরণার।

১৯৮৬ সালের ৮ জানুয়ারি কর্নাটকের মাইসুরে জন্ম নবীন কুমার গৌঢ়া ওরফে যশের। তার বাবা অরুণ কুমার পেশায় বাসচালক; আর মা পুষ্পা রানী গৃহবধূ। সিনেমায় সুযোগ পাওয়ার জন্য মাত্র ৩০০ রুপি পকেটে নিয়ে ঘর ছেড়েছিলেন যশ।

এ বিভাগের আরো খবর