বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মমতার কবিতার বই নিয়ে শ্রীলেখার খোঁচা

  •    
  • ১৪ মে, ২০২২ ২০:৪৭

বইয়ের দামের স্ক্রিনশট দুটিতে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথের গীতবিতানের দাম ৭২৯ টাকা আর মমতার কবিতা বিতানের দাম এক হাজার ১৩০ টাকা।

‘নিরলস সাহিত্য সাধনা’র জন্য সম্প্রতি বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই ক্ষোভ, বিদ্রূপ, সমালোচনার ঝড় বইছে। সমালোচকদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

কদিন আগে খোঁচা দিয়ে মমতার দুটি কবিতা আবৃত্তি করে ফেসবুকে পোস্ট করেন তিনি। এবার মমতার ‘কবিতাবিতান’ এবং রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর মূল্যের ফারাক নিয়ে খোঁচা দিলেন অভিনেত্রী।

শনিবার ফেসবুক পেজে দুটি স্ক্রিনশট পোস্ট করেন শ্রীলেখা। তাতে দেখা যাচ্ছে, অনলাইনে বই বিক্রির একটি সাইটে রবীন্দ্রনাথের ‘গীতবিতান’-এর চেয়েও বেশি দাম মমতার ‘কবিতাবিতান’-এর।

বইয়ের দামের স্ক্রিনশট দুটিতে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথের গীতবিতানের দাম ৭২৯ টাকা আর মমতার কবিতা বিতানের দাম এক হাজার ১৩০ টাকা।

স্ক্রিনশট দুটি সংগৃহীত উল্লেখ করে ক্যাপশনে শ্রীলেখা লেখেন, ‘উড়িয়া গেল কেমনে? আমার মনোবিতান থেকে কে যেন হাম্বা ডাকিতেছে, যাই দেখিয়া আসি ঝোপাং হইবার পূর্বে।’

গত সোমবার রবীন্দ্রজয়ন্তীতে মমতাকে বাংলা আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

এর আগে পশ্চিমবঙ্গ ভিত্তিক একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে কোনো কাব্যগ্রন্থের জন্য নয়, তার ‘নিরলস সাহিত্য সাধনা’র জন্য মমতাকে এই পুরস্কার দেয়া হয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে জোর সমালোচনা চলছে। শুধু সমালোচনাই নয়, এর প্রতিবাদ জানিয়ে কেউ ফেরত দিয়েছেন নিজেদের পুরস্কার, আবার কেউ আকাদেমি থেকেই ইস্তফা দিয়েছেন।

এ বিভাগের আরো খবর