প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ আড়াল ভাঙছেন। বৃহস্পতিবার রাতে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে শান সিনেমা বিশেষ প্রদর্শনীতে দেখা গেছে এ প্রযোজককে।
এখন থেকে নিয়মিতই তাকে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে সিনেমার অনুষ্ঠান বা জাজ মাল্টিমিডিয়ার অনুষ্ঠানে পাওয়া যাবে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
বিশেষ প্রদর্শনীর এক পর্যায়ে নিউজবাংলার পক্ষ থেকে কিছু লিখিত প্রশ্ন নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইলে, তিনি কথা বলতে চাননি। জানিয়েছেন, সময় হলে কথা বলবেন।
আয়োজনে সিনেমা জগতের অনেকেই উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের অনেকের সঙ্গেই আব্দুল আজিজে নিয়মিত যোগাযোগ আছে বলে শোনা যায়। প্রযোজনা সংস্থার আগামী নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছেন তিনি।
জাজ মাল্টিমিডিয়ার পরিকল্পনায় কয়েকটি সিনেমা, ওয়েব সিরিজ রয়েছে। যার অনেকগুলোর কাজ শেষ, অনেকগুলো আছে শুটিংয়ে ও পরিকল্পনায়। নতুন প্রোডাকশনের পরিকল্পনাও চলছে নিয়মিত।
জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ ওঠার পর থেকেই ত্মগোপনে ছিলেন আব্দুল আজিজ। বিদেশেও ছিলেন বলে শোনা যায়। দীর্ঘদিন তাকে কোনো আয়োজনে দেখা যায়নি।