বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না: মহেশ বাবু

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১১ মে, ২০২২ ১৫:৪৯

দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার হিন্দি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি, কিন্তু কাজ করেননি। বলিউডে কাজ করার ইচ্ছেও নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অভিনেতা।

তুমুল জনপ্রিয় ভারতীয় অভিনেতা মহেশ বাবু। ২৩ বছর ধরে কাজ করছেন তেলুগু সিনেমায়। ভারত ও ভারতের বাইরের দর্শকদের কাছেও ব্যাপক পরিচিত তিনি।

বিজনেসম্যান, শ্রীমান্থুডু, ভারত আনে নেনু, মহর্ষি, সারিলেরু নেকেভভারু সিনেমাগুলোর জন্য দর্শক মনে আসন গেড়ে রেখেছেন অভিনেতা।

১২ মে মুক্তি পেতে যাচ্ছে মহেশের নতুন সিনেমা সরকারু ভারি পাটা; পরিচালনা করেছেন পরশুরাম পেটলা।

দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার হিন্দি সিনেমার প্রস্তাব পেয়েছেন তিনি, কিন্তু কাজ করেননি। বলিউডে কাজ করার ইচ্ছেও নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া সাক্ষাৎকারে মহেশকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কেন হিন্দি সিনেমায় অভিনয় করেন না।

উত্তরে মহেশ বলেন, ‘আমাকে অহংকারী লাগতে পারে অনেকটা, তবে আমি হিন্দি সিনেমা করার প্রস্তাব অনেক পেয়েছি। বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে আমিও আমার সময় নষ্ট করতে চাই না। স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনো সিনেমার দুনিয়ায় যাওয়ার কথা ভাবিনি। আমার লক্ষ্য অনেক বড়। আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এর চেয়ে খুশির কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু তেলেগু সিনেমায় অভিনয় করেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারি। এখন সেটাই হচ্ছে। এই বিষয় আমি খুব খুশি।’

মহেশ বাবুকে শেষ দেখা গিয়েছিল ‘সারিলেরু নেকেভভারু’ সিনেমায়। যেটি মুক্তি পায় ২০১৯ সালে।

এ বিভাগের আরো খবর