জামালপুরের মাদারগঞ্জ ও ইসলামপুরে সিনেমা হল না থাকায় অডিটোরিয়ামে গলুই সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।
এবার সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে জেলা প্রসাশন। অডিটোরিয়ামে গলুই প্রদর্শনের অনুমতি মৌখিকভাবে দেয়া হয়েছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক।
মঙ্গলবার বিকেলে অলিক নিউজবাংলাকে বলেন, ‘আমরা মৌখিকভাবে অনুমতি পেয়েছি। অডিটোরিয়ামে সিনেমা প্রদর্শন বন্ধও করা হয়েছিল মৌখিক আদেশে।’
অলিক আরও বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ মোকলেছুর রহমান জানিয়েছেন, অডিটোরিয়ামে সিনেমা প্রদর্শনের অনুমতির কথা তিনি ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান রুমানকে জানিয়ে দিয়েছেন।’
তবে এডিসির সঙ্গে সরসরি অলিক কথা বলেননি। স্থানীয়দের মধ্যে যার সঙ্গে এডিসির যোগাযোগ রয়েছে, তিনি এ কথা জানিয়েছেন অলিককে।
জামালপুরে কবে থেকে গলুই এর প্রদর্শনী শুরু হবে জানতে চাইলে অলিক বলেন, ‘আমার মনে হয় বৃহস্পতিবার থেকে আবার প্রদর্শনী শুরু করতে পারব। বুধবার করতে চাচ্ছি না কারণ, অনেকেই জানে যে জামালপুরে গলুই প্রদর্শিত হচ্ছে না। এখন প্রদর্শনী চালু হওয়ার বিষয়টি সবাইকে জানাতে হবে, তারপর প্রদর্শনি শুরু করতে হবে।’
বাণিজ্যিকভাবে সিনেমা প্রদর্শন করতে হলে লাইসেন্স করা বাণিজ্যিক প্রতিষ্ঠানে প্রদর্শন করতে হবে- এমন কারণ দেখিয়ে জেলা প্রশাসকের নির্দেশে গলুইয়ের প্রদর্শনী বন্ধ করা হয়।