বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নোরার সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা বাড়ালেন টেরেন্স

  •    
  • ৫ মে, ২০২২ ২০:০৫

নোরা ফাতেহির সঙ্গে সম্পর্কের কথা সরাসরি জিজ্ঞেস করা হলে টেরেন্স বলেন, ‘গোপন কথা গোপনেই থাকতে দিন, অফ ক্যামেরা অবশ্যই বলব।’

বলিউডে কান পাতলেই জোর গুঞ্জন কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ডান্স ডিভা নোরা ফাতেহি। যদিও দুই তারকা এখন পর্যন্ত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি, কিন্তু গুঞ্জন নিয়ে টেরেন্স যা বললেন, তাতে জল্পনা আরও খানিকটা বাড়ল।

টেরেন্সের সঙ্গে নোরার সুসম্পর্কের কথা কারও অজানা নয়। দুজনেই একটি ডান্স রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনে ছিলেন। সেখানেই তাদের রসায়ন নজর কাড়ে দর্শকদের। এ ছাড়া নানা সময় দেখা যায়, একসঙ্গে ইনস্টাগ্রাম রিল তৈরি করেন তারা।

সম্প্রতি শোনা যাচ্ছে, নোরা ও টেরেন্স ডেটিং করছেন। যদিও তা স্বীকার করেননি তারা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে টেরেন্সের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে জল্পনা বেড়েছে বলে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

সাক্ষাৎকারে টেরেন্স বলেন, ‘সত্যি কথা বলতে আমি বহুবার মানুষের মনে দুঃখ দিয়েছি। অঙ্গীকার করি, ভালোবাসতে ভালো লাগে, কিন্তু আমি কাউকে আবদ্ধ করে রাখতে পছন্দ করি না। আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা স্বাধীনতায় আসে। কেউ কাউকে সম্পূর্ণ করতে পারে না।’

নোরা ফাতেহির সঙ্গে সম্পর্কের কথা সরাসরি জিজ্ঞেস করা হলে টেরেন্স বলেন, ‘গোপন কথা গোপনেই থাকতে দিন, অফ ক্যামেরা অবশ্যই বলব।’

তিনি জানান, নোরা এবং তিনি খুব ভালো বন্ধু। তাদের দুজনের মধ্যে একটা সুস্থ সম্পর্ক রয়েছে।

ডান্স রিয়্যালিটি শোয়ে নোরা ও টেরেন্স। ছবি: ইনস্টাগ্রাম।

টেরেন্স বলেন, ‘আমরা একে অপরের খুব ভালো বন্ধু। অনস্ক্রিন আমাদের কেমিস্ট্রিও খুব ভালো। ও খুব খোলামনের মেয়ে। আমার ওর এনার্জি এবং পজেটিভ ভাইবস খুব ভালো লাগে। ও অত্যন্ত মিষ্টি মেয়ে। আমাদের মধ্যের সম্পর্কটা সুস্থ। ওর মনে যা আসে ও বলে দেয়। এটাই ওর স্বচ্ছতা প্রমাণ করে।’

টেরেন্সের এই বক্তব্যেই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, তাহলে কি বলিউডে আরও একটা সম্পর্ক তৈরি হলো। টেরেন্স কি আকারে ইঙ্গিতে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন।

এ বিভাগের আরো খবর