বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রাস্তাজুড়ে পোশাক শ্রমিকদের হেঁটে যাওয়া দেখলে তাকিয়ে থাকি’

  •    
  • ১ মে, ২০২২ ১৯:২৭

তবে শুধু পোশাক নয়, সব খাতের শ্রমিকদের ভালোবাসা জানিয়ে এই চিত্রনায়িকা লেখেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে ভালোবাসা জানাই সকল খাতের সকল শ্রমিকের প্রতি যারা দুমুঠো খাবার আশায়, দুবেলা ভালোভাবে বাঁচার আসায়, জীবনমান বৃদ্ধির আশায় শ্রম দিয়ে যাচ্ছেন।’

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন।

ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠা পেয়েছিল। তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।

দিবসটি উপলক্ষে পোশাকসহ সব খাতের শ্রমিকের প্রতি ভালোবাসা জানিয়েছেন চিত্রনায়িকা জাহারা মিতু।

এদিন বিকেলে পোশাক শ্রমিকদের নিয়ে অনুভূতির কথা জানিয়ে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়েছেন এই চিত্রনায়িকা।

পোশাক শ্রমিদের সঙ্গে নিজের পেশার যোগসূত্র টেনে তিনি লেখেন, ‘অধিকাংশ মানুষই জানেন না আমার পেশা মূলত ফ্যাশন ডিজাইনিং। ২০১৪ সাল থেকেই আমি আন্তর্জাতিক ডিজাইনিং ব্র্যান্ডগুলোর সঙ্গে যুক্ত। ২০১৭ সাল পর্যন্ত আমি ইসলাম গ্রুপের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সম্পূর্ণ দায়িত্বে নিযুক্ত ছিলাম।

‘নেশা এবং ভালো লাগার খাতিরে ক্রীড়া উপস্থাপিকা এবং অভিনেত্রী হিসেবে নিযুক্ত হলেও আমার মনে-প্রাণে পোশাক খাতের প্রতি অসীম ভালোবাসা এখনও মিশে আছে। সকাল কিংবা সন্ধ্যাবেলায় রাস্তাজুড়ে পোশাক শ্রমিকদের হেঁটে যাওয়ার লাইন দেখলে আমি এখনও তাকিয়ে থাকি।’

বাংলাদেশের পোশাক শ্রমিকদের গল্প যেন মিতুর জানা, সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘চাকুরির সুবাদে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ৭০০০ পোশাক শ্রমিকের সাথে কাজ করার সুযোগ হয়েছে, কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশের সকল পোশাক শ্রমিকরা যেন আমার অনেক দিনের পরিচিত, সবার গল্পই যেন আমার জানা।’

তবে শুধু পোশাক নয়, সব খাতের শ্রমিকদের ভালোবাসা জানিয়ে এই চিত্রনায়িকা লেখেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবসে ভালোবাসা জানাই সকল খাতের সকল শ্রমিকের প্রতি যারা দুমুঠো খাবার আশায়, দুবেলা ভালোভাবে বাঁচার আসায়, জীবনমান বৃদ্ধির আশায় শ্রম দিয়ে যাচ্ছেন।

‘পৃথিবীর প্রতিটি মানুষ ভালো থাকুক, মনের শান্তি নিয়ে বাঁচুক।’

এদিকে গত মাসে মিতুর অভিনীত ‘কুস্তিগির’ নামে একটি সিনেমা সেন্সর পেয়েছে। এখন মুক্তির অপেক্ষা। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।

এছাড়াও সম্প্রতি ‘শত্রু’ নামে আরও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতেও তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক বাপ্পী।

এ বিভাগের আরো খবর