দেখতে দেখতে কেটে গেল দুই বছর। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের আজকের এই দিনে চলে যান বলিউডের জনপ্রিয় ভার্সেটাইল অভিনেতা ইরফান খান।
ইরফানের মৃত্যুতে ভেঙে পড়েছিল তার লাখো ভক্ত-অনুরাগী। তিনি এখন সশরীরে না থাকলেও বেঁচে রয়েছেন তার সৃষ্টির মধ্যে। একেকটা চরিত্রে যেভাবে প্রাণ সঞ্চার করেছেন এই অভিনেতা, তা এখনও জীবন্ত।
আজ অভিনেতার মৃত্যুবার্ষিকীতে রইল এমন কয়েকটি সিনেমার কথা, যেগুলো আবারও তার স্মরণে দেখতে পারেন সিনেমাপ্রেমীরা। যেগুলো দেখতে পাওয়া যাবে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে।
মকবুল
উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’ অবলম্বনে বিশাল ভরদ্বাজ নির্মাণ করেছিলেন এই ক্রাইম থ্রিলার। এতে নাম ভূমিকায় অভিনয় করেন ইরফান খান। এটি নিঃসন্দেহে তার অন্যতম সেরা কাজ। ২০০৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সেবছরই কান চলচ্চিত্র উৎসবের মার্চে ডু ফিল্ম বিভাগে প্রদর্শিত হয়েছিল। এটি এখন ডিজনি প্লাস হটস্টারে পাওয়া যাবে।
মকবুলের পোস্টার। ছবি: সংগৃহীত
দ্য লাঞ্চবক্স
দুর্দান্ত মিষ্টি এক প্রেম কাহিনি। লাঞ্চবক্স বা টিফিন বক্সের আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রেমে পড়েন সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেন ইরফান খান ও নিমরত কৌর। ২০১৩ সালে ১৯ মে সিনেমাটি প্রথম প্রদর্শন হয় কান চলচ্চিত্র উৎসবে। এরপর সেই বছরেরই ২০ সেপ্টেম্বর মুক্তি পায়। এই সিনেমাটি মিলবে নেটফ্লিক্সে।
দ্য লাঞ্চবক্স-এর দৃশ্যে ইরফান খান। ছবি: সংগৃহীত
পান সিং তোমার
একজন ক্রীড়াবিদকে ঘিরে এই সিনেমার গল্প। যিনি ভারতীয় সেনাবাহিনীতে একজন সৈনিক ছিলেন এবং ভারতীয় জাতীয় গেমসে দৌড়ে স্বর্ণপদক বিজয়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহী হতে বাধ্য হয়েছিলেন। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান। এতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। সিনেমাটি এখন পাওয়া যাবে নেটফ্লিক্সে।
পান সিং তোমার দৃশ্যে ইরফান খান। ছবি: সংগৃহীত
ইরফান খান আজ নেই, কিন্তু তার অভিনীত অনেক কাজ রয়ে গেছে। যার মধ্যে অন্যতম পিকু, স্লামডগ মিলিয়নিয়ার, দ্য অ্যামেজিং স্পাইডার-ম্যান, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড।
এরকম আরও অনেক কাজের মধ্যেই বেঁচে থাকবেন ভার্সেটাইল অভিনেতা ইরফান খান।