গত ১৪ এপ্রিল মুক্তি পেয়েছে ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু। মুক্তির পর শুধু ভারতে নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভারতীয় সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এটি।
শুধু তাই নয়, বক্স অফিস দাপিয়ে বেড়ানো এই সিনেমাটি হাজার কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
এরই মধ্যে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কেজিএফ চ্যাপ্টার থ্রি কি আসবে। এ নিয়েই সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কেজিএফের রকি খ্যাত অভিনেতা রকিং স্টার যশ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক নিউজ পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে যশ জানান পরিচালক প্রশান্ত নীল আর তিনি ইতোমধ্যেই পরের পার্টের বেশ কিছু দৃশ্য নিয়ে ভেবেছেন, নিজেদের মধ্যে আলোচনাও করেছেন।
অভিনেতা আরও জানান, অনেক ভালো ভালো দৃশ্য তারা কেজিএফ টুতে ফুটিয়ে তুলতে পারেননি। তাই সম্ভাবনা রয়েছে কেজিএফ থ্রিতে সেগুলো দিয়ে সুপারহিট করার। তবে পুরোটাই এখনও চিন্তাভাবনার পর্যায়েই রয়েছে।
কেজিএফ টু নিয়ে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে যশ জানান, দর্শকদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছেন তাতে তিনি অভিভূত।
সঙ্গে অভিনেতা ফাঁস করেন যে প্রথমবার কেজিএফ বানানোর সময় ভাবা হয়নি এর সেকেন্ড পার্ট বানানো হবে। পরে প্রশান্ত নীল বুঝতে পারেন এটা ফ্র্যাঞ্চাইজি বানানোর একটা সম্ভাবনা রয়েছে।