নতুন-পুরোনো নানা কনটেন্ট নিয়ে ঈদ আয়োজন সাজিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এর মধ্যে ঈদের দিনই মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ফ্লোর নম্বর ৭। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফ্লোর নম্বর ৭-এ চিত্রনায়িকা বুবলি ও তমা মির্জার সঙ্গে দেখা যাবে নবাগত নায়ক রাজ মানিয়াকে।
এটি রাজের প্রথম অভিনয় হলেও দেশীয় বেশ কিছু ব্র্যান্ডের মডেলিং করে তিনি বেশ পরিচিত মুখ।
মুক্তি পেতে যাওয়া এই সিনেমার কথা বলতে গিয়ে বুবলি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে চরকিতে আমার প্রথম কাজ টান। আর এই সিনেমার অডিয়েন্স আমাকে যে ভালোবাসা দিয়েছে তা আমার জন্য লাইফটাইম অ্যাচিভমেন্ট। চরকি সামনে আরও দারুণ কনটেন্ট দর্শকদের উপহার দিক। আপাতত আপনারা ফ্লোর নম্বর ৭ দেখে ফেলুন।’
তমা মির্জা বলেন, ‘ফ্লোর নাম্বার ৭ আমার আরেকটা প্রিয় কাজ হতে যাচ্ছে। খাঁচার ভেতর অচিন পাখির মধ্য দিয়ে দর্শক আমাকে নতুনভাবে চিনতে পেরেছিল। আর এই সিনেমাটার মধ্য দিয়ে আরেকটা পাখিকে দেখবে দর্শক।’
প্রথম সিনেমার অভিজ্ঞতা নিয়ে রাজ মানিয়া বলেন, ‘প্রথম থেকেই খুব নার্ভাস ছিলাম আমি। জীবনে প্রথম অভিনয় তাও সিনেমার জন্য। পুরো বিষয়টা আমার জন্য একটু অন্যরকম ছিল। পরিচালক রাফি ভাইয়ের ওপর ভরসা থেকেই কাজটা করা। তিনি আমার ওপর বিশ্বাস করেছেন। আর বাকিটা দর্শকের ওপর ছেড়ে দিলাম।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘চরকির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সব সময় আনন্দের। ঈদ আয়োজনে এখানে আমার নির্মিত সিনেমা দর্শক দেখতে পারবেন ভেবেই ভালো লাগছে।’
এ ছাড়া এই ঈদে আগে মুক্তি পাওয়া ৭টি সিনেমা আনছে চরকি। এর মধ্যে অগ্নি, আশিকী-ট্রু লাভ, রোমিও জুলিয়েট, দেশা-দ্যা লিডার, হিরো ৪২০, অঙ্গার ও ভালোবাসা আজকাল। ঈদের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন একটি করে সিনেমা মুক্তি পাবে।
এদিকে ২ মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে মে মাসজুড়ে মোট ৮টি সিনেমা সাজানো চরকি সাজিয়েছে ‘সত্যজিৎ স্পেশাল’। জন্মদিনে মুক্তি পাবে হীরক রাজার দেশে। এরপর ৯ মে দর্শক দেখতে পাবেন অশনিসংকেত ও সোনার কেল্লা।
এরপর ধারাবাহিকভাবে মুক্তি পাবে পথের পাঁচালি, অপরাজিত, অভিজান, চিড়িয়াখানা ও জলসাঘর।