ফেরেশতে নামের একটি সিনেমায় অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এরইমধ্যে কিছু ছবি ও তথ্য প্রকাশ পেয়ে গেলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্টরা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় সিনেমাটি সংবাদ সম্মেলন। সেখানে জানানো হয়, ফেরেশতে সিনেমাটি ইরানি, তবে এটি দৃশ্যায়তি হচ্ছে বাংলা ভাষায়।
ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের গল্প ও পরিচালনায় এরইমধ্যে সিনেমার বেশ কিছু শুটিং হয়েছে রাজধানীর কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রেল স্টেশন এলাকাসহ আরও কিছু জায়গায়।
পরিচালক বলেন, ‘এটি একটি ইরানি সিনেমা, যার গল্প বাংলাদেশি কিন্তু নির্মিত হবে ইরানি ঢঙে। বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি পাঠানোর পরিকল্পনা আছে। ইরান ও বাংলাদেশেও সিনেমাটি মুক্তি পাবে।’
ফেরেশতে সিনেমার সংবাদ সম্মেলনে অতিথিরা। ছবি: নিউজবাংলাসিনেমার নাম ফেরেশতে রাখার মাধ্যমে পরিচালক কিছু ভালো মানুষের কথা বোঝাতে চেয়েছেন। তিনি বলেন, ‘সবখানেই ভালো মানুষ থাকে। ধরেন কোনো পরিবারে মা’ই হলো ফেরেশতে।’
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটিতে আরও অভিনয় করছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুকসহ অনেকে।
সংবাদ সম্মেলনে জয়া বলেন, ‘দীর্ঘদিন আমি ঢাকাতে ছিলাম না। কলকাতাতে কিছু সিনেমার শুট শেষ করে করার পরপরই ফেরেশতে সিনেমায় ঢুকে যাই।’
জয়া বলেন, ‘এখানে আমরা একটু পিছিয়ে থাকা জনগোষ্ঠির প্রতিনিধিত্ব করে এমন কিছু মানুষের গল্প বলার চেষ্টা করেছি। প্রকাশ পাওয়া কিছু ছবিতে আপনারাও হয়তো সেটা বুঝতে পেরেছেন। এখানে আমরা অভিনয়টা না করার চেষ্টা করেছি। সেটাই পরিচালকের চাহিদা ছিল।’
জয়া আরও বলেন, ‘ইরানি সিনেমার কদর বিশ্ব দরবারে কেমন, সেটা আপনার সবাই জানেন। আশা করছি এ সিনেমাটি আমার জীবনে শিল্পের জন্য শিল্পের একটি কাজ হয়ে থাকবে। এটি আমার প্রোফাইলে কিছু অ্যাড করার মতো কাজ হবে।’
সিনেমাটির শুটিং আরও দুই দিন হওয়ার কথা রয়েছে। এটি হয়ে গেলেই শেষ হবে সিনেমাটির দৃশ্যধারণের কাজ।