বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অগ্রিম বিক্রির প্রথম দিনেই প্রায় শেষ ৬ মের টিকিট

  •    
  • ২১ এপ্রিল, ২০২২ ১৫:৩৫

আগ্রহীরা সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত যেকোনো দিন টিকিট কাউন্টার খোলা থাকাকালীন অগ্রিম টিকিট কিনতে পারবেন। রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখা থেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

আবারও মারভেলের সিনেমায় মেতেছে রাজধানীবাসী। ৬ মে মুক্তি পেতে যাওয়া ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে বৃহস্পতিবার শুরু হওয়া অগ্রিম টিকিটের জন্য সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের লম্বা লাইন।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। দুপুরের মধ্যে ৬ মে অর্থাৎ মুক্তির দিনের টিকিট প্রায় শেষ হয়ে গেছে। আমরা এখন এক সপ্তাহ অর্থাৎ ৬ থেকে ১২ মের টিকিট বিক্রি করছি।’

আগ্রহীরা সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত যেকোনো দিন টিকিট কাউন্টার খোলা থাকাকালীন অগ্রিম টিকিট কিনতে পারবেন। রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখা থেকেই অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে।

এখন পর্যন্ত চারটি শাখায় ২০টি শোর শিডিউল করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। মেজবাহ জানান, প্রয়োজনে এ শো বাড়ানো হবে।

অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার মাধ্যমে মারভেল যে ইউনিভার্সের সমাপ্তি ঘটিয়েছিল, তার ধারাবাহিকতায় এবার মারভেল নিয়ে আসছে একটি মাল্টিভার্স, যার শুরুটা হয়েছে স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমার মাধ্যমে।

এ মাল্টিভার্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছেন ডক্টর স্ট্রেঞ্জ। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজিটির নতুন এ সিনেমা ট্রেলার প্রকাশ পেয়েছে। নতুন ট্রেলারে বেনেডিক্ট কাম্বারব্যাচ অর্থাৎ ডক্টর স্ট্রেঞ্জকে দেখা যাচ্ছে একটি দুঃস্বপ্ন থেকে জেগে উঠছেন এবং স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম-এর পরবর্তী পরিস্থিতির মোকাবিলা করতে চলেছেন তিনি।

সেখান থেকেই মাল্টিভার্স খুলে যাচ্ছে। একেবারে শেষে গিয়ে দর্শকরা ডক্টর স্ট্রেঞ্জের যমজকে দেখতে পান, যার আগমন অন্য এক দুনিয়া থেকে, অদ্ভুত এক দুনিয়া; যা মহাবিশ্বের জন্য বিশৃঙ্খলা ছাড়া আর কিছুরই প্রতিশ্রুতি দেয় না।

সিনেমাটির পরিচালক স্পাইডার-ম্যান (২০০২, ২০০৪, ২০০৭) ফ্র্যাঞ্চাইজির পরিচালক স্যাম রেইমি। ৬ মে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। সেন্সরসাপেক্ষে একই দিন থেকে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন সিনেমাটি।

এ বিভাগের আরো খবর