ঈদে মুক্তি পাচ্ছে পুলিশি অ্যাকশন ধারার সিনেমা শান। মাস খানেক আগে থেকেই শুরু হয়েছে সিনেমাটির প্রেক্ষাগৃহ বুকিং। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনেমা কর্তুপক্ষ জানায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভাগীয় শহরের নামকরা প্রেক্ষাগৃহগুলোতে দেখা যাবে শান সিনেমাটি।
ঈদের দিন থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখা, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেপ্লেক্স, মধুমিতা ও আনন্দ সিনেমা হলে মুক্তির বিষয়টি চূড়ান্ত হয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকার বাইরে চট্টগ্রামের সিলভার স্ক্রিন ও সুগন্ধা সিনেমা, বগুড়ার মধুবন, খুলনার শংখ ও লিবার্টি হলে শান প্রদর্শিত হবে বলে জানা যায় বিজ্ঞপ্তিতে।
এছাড়াও মানিকগঞ্জের নবীন হল, জয়দেবপুরের বর্ষা, শ্রীপুরের চন্দ্রিমা, টাঙ্গাইলের মালঞ্চ, ময়মনসিংহের ছায়াবানী, মধুপুরের মাধবী সিনেমা, মেহেরপুর, জয়পুরহাটের পৃথিবী কমপ্লেক্স, গোপালগঞ্জের চিত্রবানী সিনেমা, শান্তহারে পূর্বাশা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব এবং নারায়ণগঞ্জের সিনেস্কোপের মতো হলগুলোতে শান চূড়ান্ত হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের এ সিনেমা নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।