টানা পাঁচ বছর প্রেমের পর গত ১৪ এপ্রিল বিয়ে সেরেছেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের কয়েক দিন যেতে না যেতেই কাজে ফিরলেন নবদম্পতি।
হাতে এখনও মেহেদির গাঢ় রং, আঙুলে ঝলমল করছে বিয়ের হীরার আংটি, পরনে হালকা গোলাপি রঙের সাদামাটা সালোয়ার, এমন অবতারেই মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়লেন কাপুরবধূ।
এর আগে সোমবার রণবীরকেও দেখা গেছে কাজে যেতে। আর তার পরের দিনই রাজস্থানের উদ্দেশে উড়ে গেলেন আলিয়া।
ভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রকি অওর রানি কি প্রেম কাহানির শুটিং এখনও বাকি রয়েছে। বুধবার থেকে শুরু হবে শুটিং। এরই মধ্যে পৌঁছে গেছেন রণবীর সিং, শাবানা আজমি, জয়া বচ্চন ও করণ জোহর।
মুম্বাইয়ে রণবীরের বাসায় দুই পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেছেন এই তারকা দম্পতি। বিয়ের দুই দিন পর সেই বাড়িতেই বলিউডের তারকাদের নিয়ে ঘরোয়া রিসেপশনের আয়োজন করা হয়েছিল।
সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান, গৌরি খান, কারিশ্মা কাপুর, কারিনা কাপুর, অর্জুন কাপুর, মালাইকা, আদিত্য রায় কাপুর, প্রীতমসহ অনেকেই।
বিয়ে নিয়ে খুব একটা জাঁকজমক কিংবা হই-হুল্লোড় দেখা যায়নি এই তারকা জুটির মধ্যে। রিসেপশনের পরে দুজন দুজনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।