বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুঅভিনেত্রী হতে চাই: লাবণ্য

  •    
  • ১৯ এপ্রিল, ২০২২ ২০:৪০

লাবণ্য বলেন, ‘নাটকে আর তেমন মন বসে না, বিশেষ কোনো নাটক হলে করি। আমাকে সিনেমায় বেশি টানে। যেহেতু টিভিসি দিয়ে অভিনয়ে আসা, তাই টিভিসিও আমাকে খুব টানে। তবে সব মাধ্যমেই ভালো কাজগুলো করতে চাই।’

তখন তিনি ক্লাস ওয়ানে। প্রাণ মামা ওয়েফারের একটি বিজ্ঞাপন দিয়ে অভিনয় জীবন শুরু। দেখতে দেখতে প্রায় এক দশকের অভিনয়যাত্রা, তবে বর্তমান সময়ে পর্দায় তার সরব উপস্থিতি নজর কাড়ছে দর্শকদের। বলছি মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরীর কথা।

এই ঈদেও তাকে দেখা যাবে বেশ কয়েকটি নাটকে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত কয়েকটি সিনেমা।

ঈদের কাজ ও অভিনয় ভাবনা নিয়ে নিউজবাংলার সঙ্গে আলাপকালে জানালেন নানা কথা।

চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে লাবণ্যর অভিনীত হারাধনের একটি বাগান। বৃন্দাবন দাসের লেখা এই নাটকটি পরিচালনা করেছেন সালাউ‌দ্দিন লাভলু। এতে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, শাহানাজ খু‌শি, সৌম্যসহ অনেকে।

‘হারাধনের একটি বাগান’ নাটকের সেটে লাবণ্য ও সৌম্য। ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিনে জিটিভিতে প্রচা‌রিত হবে লাবণ্যর অভিনীত আরেক নাটক দুবাইওয়ালা। এতে তার চরিত্রের নাম পরী। নোয়াখা‌লীর আঞ্চ‌লিক ভাষায় এটি নির্মাণ করেছেন অরণ্য আনোয়া‌র।

‘দুবাইওয়ালা’ নাটকে সেটে লাবণ্য ও জামিল হোসেন। ছবি: সংগৃহীত

তারিখ ঠিক না হলেও ‌বেঙ্গল মা‌ল্টি‌মি‌ডিয়ার ও‌টি‌টি প্ল্যাটফর্মে এই ঈদেই মুক্তি পাবে তার অভিনীত ওয়েব ফিল্ম সীমানা পে‌রিয়ে। এটি পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার।

এ ছাড়া মু‌ক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত আরও দুটি সিনেমা। এর মধ্যে রয়েছে হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে আকরাম খানের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা নক‌শী কাঁথার জ‌মিন এবং অরণ্য আনোয়ারের সম্প্র‌তি শেষ হওয়া মু‌ক্তিযুদ্ধভি‌ত্তিক গল্পের সিনেমা মা। ইতোমধ্যে সিনেমা দু‌টির শুটিং ও ডা‌বিং শেষ হয়েছে।

এদিকে মুক্তির দিনক্ষণ ঠিক হয়ে আছে তার অভিনীত আরেক সিনেমা প্রিয় সত্যজিৎ। প্রসূন রহমানের পরিচালিত এই সিনেমাটি ২ মে সত্য‌জিৎ রায়ের জন্মশতবা‌র্ষিকীতে মু‌ক্তি পাবে।

এ ছাড়া বঙ্গমাতার বায়ো‌পিকে কিশোরী শেখ হা‌সিনার চ‌রিত্রে অভিনয় করছেন লাবণ্য। গৌতম কৈরীর নির্মিতব্য এই ডকুড্রামাতে বঙ্গমাতার বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত সব ঘটনা দেখানো হবে।

অভিনয় নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে লাবণ্য বলেন, ‘কাজ করে যেতে চাই, ওভাবে নায়িকা হওয়ার ইচ্ছা নেই, তবে একজন সুঅভিনেত্রী হতে চাই; যে কিনা সব ধরনের চরিত্র করতে পারবে। আরও ভালো কাজ করতে চাই।’

ইতোমধ্যে অনেকগুলো নাটকে কাজ করলেও নাটকে তেমন মন বসে না, এর চেয়ে সিনেমায় তাকে বেশি টানে বলে জানালেন লাবণ্য।

তিনি বলেন, ‘নাটকে আর তেমন মন বসে না, বিশেষ কোনো নাটক হলে করি। আমাকে সিনেমায় বেশি টানে। যেহেতু টিভিসি দিয়ে অভিনয়ে আসা, তাই টিভিসিও আমাকে খুব টানে। তবে সব মাধ্যমেই ভালো কাজগুলো করতে চাই।’

এ পর্যন্ত ছয়টি সিনেমায় কাজ করেছেন লাবণ্য। এর মধ্যে দেবী ও কৃষ্ণপক্ষ সিনেমা দুটি অনেক আগেই মুক্তি পেয়েছে। দেবীতে জয়ার ছোটবেলার চরিত্রে আর কৃষ্ণপক্ষে প্রিয়দ‌র্শিনীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

সিনেমার বাইরে প্রতিনিয়ত নানা নামীদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে লাবণ্য ছড়ান লাবণ্য চৌধুরী।

তিনি এখন পড়াশোনা করছেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজে। পড়াশোনার পাশাপাশি ভালো অভিনয়-ভালো অভিনয় করতে পারাই যেন লাবণ্যর এখন প্রধান তপস্যা।

এ বিভাগের আরো খবর