কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ দেখে পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রতি হতাশা প্রকাশ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বোস।
সোমবার ফেসবুকে এক পোস্টে পৌলমী বলেন, “সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীনির্ভর সিনেমা ‘অভিযান’ বাস্তব থেকে দূরে, প্রকৃত ঘটনা বাদ দিয়ে তৈরি হয়েছে।”
এই বায়োপিকের পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে পৌলমী বলেন, ‘পরিচালকের নিজের চরিত্রটি মহিমান্বিত করার জন্য হাসপাতালে কাটানো রণদীপের চরিত্রটিকে যেভাবে দেখানো হয়েছে তা দেখে আমি বিরক্ত হয়েছি, হতাশ হয়েছি।’
'অভিযান' নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়। ওই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই ‘অভিযান’ নামেই সৌমিত্রর বায়োপিক নির্মাণ করেছেন পরিচালক ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বায়োপিকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের যুবক বয়সের চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত।
ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে পৌলমী লিখেছেন, ‘প্রথমেই আমি বলে রাখতে চাই, এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কাউকে দোষ দিচ্ছি না। হতাশা থেকে বলছি। আমি আহত হয়েছি। আমার বোন শ্রমনা ঘোষ এই ছবির ভুলগুলো নিয়ে যা যা লিখেছে তাতে আমি সহমত প্রকাশ করছি।
‘আমাদের পরিবারের সঙ্গে যাদের সম্পর্ক নেই তারা ছবিটা দেখে আমাদের সম্পর্কে ধারণা তৈরি করে নেবে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ জীবন কত কষ্টে কেটেছে! এমন ধারণা বদ্ধমূল করে নেবে। সত্যি বলতে, সিনেমায় দেখানো বাপির জীবনটা খুবই হতাশাজনক। বাপির জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ কিছু মানুষকেও এই বায়োপিকে বাদ রাখা হয়েছে।’
পৌলমীর মাসতুতো বোন শ্রমনা ঘোষ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘পরিবারের প্রিয় কোনো মানুষের জীবনকে জনসমক্ষে দেখানো হচ্ছে এটা নিজের চোখে দেখা পৃথিবীর অন্যতম কঠিন পরিস্থিতির মধ্যে একটি। আপনি যদি স্পর্শকাতর, আবেগপ্রবণ ব্যক্তি হন তাহলে বিষয়টি আরো কঠিন হয়ে যাবে। অভিযান ছবিতে অনেক ঘটনাই ভুল দেখানো হয়েছে। সুন্দর একটি পরিবারকে অবমাননা করা হয়েছে। বিরক্তিকর পরিস্থিতির শিকার হয়েছি আমরা। সৌমিত্র চট্টোপাধ্যায় লেজেন্ড হওয়ার পাশাপাশি একজন সাধারণ বাবাও। সারা জীবন আমিও তাকে পাশে পেয়েছি। সম্পর্কে তিনি আমার বড় মেসোমশাই।’