ফেসবুকে নিজের ভ্যারিফায়েড পেজ থেকে লাইভে আসছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। এর একটি অংশে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন তিনি।
পেজ থেকে রোববার ভোররাত ৪টা ৫৫ মিনিটে দেয়া স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন শিল্পী।
স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘শুভসকাল…আজ রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় আমি আমার ভ্যারিফায়েড পেজ থেকে লাইভে থাকব।’
লাইভে নিজের জীবনী, সাম্প্রতিক গানের কাজ নিয়ে আলোচনার পাশাপাশি কুশল বিনিময় ও প্রশ্নোত্তর পর্ব থাকবে বলেও জানিয়েছেন এ শিল্পী।
ফেসবুকে বেশ সক্রিয় আসিফ। কাজের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থান নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তুলে ধরেন তিনি।
শনিবার রাতে এক পোস্টে গীতি কবি আখতারুজ্জামান আজাদের লেখা একটি গান রেকর্ডের কথা জানান আসিফ। ওই গানের শিরোনাম ‘কী চাই আমি, কী চাই আমি, চাওয়ার কিছু নাই’।
এর আগে বৃহস্পতিবার রাতে এক পোস্টে প্রয়াত চিত্রনায়ক মান্নাকে নিয়ে গান গাওয়ার খবর জানিয়েছিলেন আসিফ। ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের গানটি লিখেছেন আমিনুর রাহমান। এর সুর ও সংগীতে ছিলেন কিশোর দাস।