বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনির ‘প্রেগন্যান্সি বৈশাখ’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ এপ্রিল, ২০২২ ১৯:৩৮

পরীমনি লেখেন, ‘ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়! শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন।’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি মা হতে যাচ্ছেন। এর মধ্যেই বছর ঘুরে এসেছে বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ। তাই পরীমনি বাংলা নতুন বছরকে হ্যাশট্যাগ দিয়ে বলছেন ‘প্রেগন্যান্সি বৈশাখ’।

প্রেগন্যান্সি লজ্জার কোনো বিষয় নয়, এটি এখন উদযাপনের। তাই নানাভাবেই সময়টিকে উদযাপন করছেন এ অভিনেত্রী।

বৃহস্পতিবার বিকেলে পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘#প্রেগন্যান্সি বৈশাখ’ লেখেন। তবে তার মূল লেখার বিষয় ছিল হাতে মেহেদি দেয়া।

পরীমনি লেখেন, ‘ঘটা করে কোনো উৎসবে মেহেদি পরা এবারই প্রথম। কাল (বুধবার) ঘুম থেকে উঠে মনে হলো আজ দুহাত ভরে মেহেদি পরা যায়! শুটিংয়ের তাড়া নেই। আর সাজুগুজুও করা হয় না কত দিন।’

পরীমনিকে হাতে মেহেদি পরিয়ে দেন নেহা নামের একজন। পরীর সঙ্গে নেহার পরিচয় কস্টিউমস ডিজাইনার জিমির মাধ্যমে।

পরী লেখেন, ‘মেহেদি পরা যে এত কঠিন ধৈর্য্যের ব্যাপার বিশ্বাস করো নেহা আপু আমি বুঝতেই পারিনি। যদি একটু বুঝতে পারতাম…. বাবারে তোমাদের ধৈর্য্যের কথা চিন্তা করে নিজে একটু সান্ত্বনা পাই। অনেক জ্বালিয়েছি তোমাদের।’

পরী এখন বেশি নড়াচড়া করেন না, কারণ তিনি অন্তঃসত্ত্বা। এ নিয়ে পরীর ভাষ্য, ‘সব দোষ তোমাদের অনাগত মাম্মাটার।’

এ বিভাগের আরো খবর