বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাহাড়ি বর্ষবরণ

  •    
  • ১৪ এপ্রিল, ২০২২ ১২:০২

সকালে রাজবন বিহারে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, পঞ্চশীল প্রার্থনা, চীবর দান ও উৎসর্গসহ নানারকম দানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেন পুণ্যার্থীরা।

রাঙামাটিতে বাংলা নববর্ষ উদযাপনে আনন্দ শোভাযাত্রা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

নববর্ষ উদযাপনে বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে আয়োজকরা।

আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন পোশাক পরে, হাতে ব্যানার নিয়ে অংশ নেন তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিশাল এ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে গিয়ে শেষ হয়।

এতে সংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি), রাঙমাটি জেলা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ রাঙামাটি জেলা প্রশাসক মোহামম্দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রা শেষে জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বর্ষবরণ উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে পুণ্যার্থীর ঢলে মূখর হয়েছে পুরো রাজবন বিহার প্রাঙ্গণ।

রাজবন বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যেমে সভার উদ্বোধন করেন।

সকালে রাজবন বিহারে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, পঞ্চশীল প্রার্থনা, চীবর দান ও উৎসর্গসহ নানারকম দানের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেন পুণ্যার্থীরা।

এতে সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল প্রার্থনায় ভিক্ষু সংঘের কাছে বিশেষ প্রার্থনা করা হয়। গোটা বিশ্বের মানুষ শান্তিতে থাকুক এ প্রত্যাশা জানান পূণ্যার্থীরা।

এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরষিদের সদস্য ইলিপন চাকমা, সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাজবন বিহার পরিচালনা কমিটির সহসভাপতি নিরূপা দেওয়ানসহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ভিক্ষু সংঘের মধ্যে রাজবন বিহারের সিনিয়র ভিক্ষু ভদন্ত শ্রীমৎ সৌরজগৎ মহাস্থবির ও ইন্দ্রগুপ্ত মহাস্থবির ভিক্ষু উপস্থিত ছিলেন।বাংলা নতুন বছরকে বরণে মঙ্গল শোভাযাত্রা হয়েছে খাগড়াছড়িতেও। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয় টাউন হলে গিয়ে।

শোভাযাত্রায় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর