বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হিরো আলম ও ভুবন বাদ্যকরের ‘হাউ ফানি’

  •    
  • ৯ এপ্রিল, ২০২২ ১৬:১৬

হিরো আলমদের দাবি, দুই বাংলা কাঁপাতে আসছে হিরো আলম ও ভুবন বাদ্যকর।

বাংলাদেশের হিরো আলম ও ভারতের ভুবন বাদ্যকর এবার আসছেন একসঙ্গে। হিরো আলম বাংলাদেশে তুমুল পরিচিত একটি নাম। গান-অভিনয় দিয়ে দেশের মানুষের কাছে পরিচিত হয়েছেন তিনি।

অন্যদিকে ভুবন বাদ্যকরও এখন তুমুল পরিচিত তার কাঁচা বাদাম গানের জন্য বিশ্বের নানা প্রান্তে ছড়িয়েছে তার নাম। তার কাঁচা বাদাম গানের সঙ্গে টিকটক ভিডিওতে নেচেছেন বলিউডের প্রখ্যাত সব অভিনয়শিল্পী।

এ দুজন এবার একসঙ্গে নতুন একটা গান করতে যাচ্ছেন। এ খবর নিজের ফেসবুক পেজে জানিয়েছেন হিরো আলম।

এ ব্যাপারে জানতে হিরো আলমকে ফোন করলে তার নম্বর বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপে ফোন করলে তিনি কেটে দেন।

হিরো আলম তার ফেসবুক পেজে ভুবন বাদ্যকরের সঙ্গে গান রেকর্ডিংয়ের মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন, কলকাতা লেকটাউনে দেব স্টুডিও ফিউশন প্রো স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

হিরো আলমদের দাবি, দুই বাংলা কাঁপাতে আসছে হিরো আলম ও ভুবন বাদ্যকর।

তাদের নতুন গানের নাম ‘হাউ ফানি’, গানটির গীতিকার এফ এ প্রীতম, মিউজিক ডিরেক্টর অজিত শাহিন। প্রজেক্টটি প্রযোজনা করছে যাত্রাপালা এবং হিরো আলম অফিশিয়াল।

গানটি কবে শুনতে পারবেন শ্রোতারা তা এখনও জানাননি হিরো আলম।

এ বিভাগের আরো খবর