প্রকাশ পেল ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও হালের জনপ্রিয় নায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা গলুই-এর টিজার।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় টিওটি ফিল্মসের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশ করা হয়।
একই সঙ্গে টিজারটি শাকিব ও পূজার অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
নৌকার ‘গলুই’ থেকেই সিনেমার নামকরণ করা হয়েছে। যেহেতু নৌকার গুরুত্বপূর্ণ অংশ গলুই, তাই এর সঙ্গে জীবন, সম্পর্ক, পরিবার, রাষ্ট্রকে মিলিয়ে তৈরি করা হয়েছে সিনেমাটির চিত্রনাট্য।
১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারেও পাওয়া গেল সেই আভাস। সিনেমায় শাকিবের চরিত্রের নাম লালু আর পূজার চরিত্রের নাম মালা। দুজনেই বেড়ে উঠেছেন একই এলাকায়। নদীবিধৌত সেই এলাকাটি কৃষিপ্রধান।
সেই এলাকায় মাঝির কাজ করেন লালু আর জমিদারবাড়ির মেয়ে মালা। টিজারে এক ঝলকে দেখা গেল অর্থনৈতিকভাবে সামাজিক বিভেদ, যা উপেক্ষা করে লালু-মালার প্রেম ও প্রণয়ের দৃশ্য নজর কাড়ে।
আগামী ঈদেই মুক্তি পেতে যাচ্ছে গলুই। এস এ হক অলিক পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।