রোজা উপলক্ষ্যে দেশের সব সিনেমা হল বন্ধ। সবাই অপেক্ষা করছেন ঈদে সিনেমার ব্যবসার জন্য। ঈদে কোন সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, তা নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের কমতি নেই।
সাধারণত বগ বাজেটের সিনেমাগুলো মুক্তি পায় ঈদে। এ সময় সিনেমা মুক্তির সংখ্যাতেও কোনো বাধা নেই।
অন্যান্য সময়ের মতো ঈদে সিনেমা মুক্তি দিতে গেলেও আবেদন করতে হয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সমিতির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চারটি সিনেমার প্রযোজক ঈদে সিনেমা মুক্তি দিতে আবেদন করেছেন।
চারটি সিনেমা হলো, বিদ্রোহী, শান, গলুই এবং বড্ড ভালোবাসি। সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘পাপ পুণ্য নামের একটি সিনেমা ঈদে আসবে বলেছিল, কিন্তু তারা মনে হচ্ছে আসবে না।’
তিনি এও জানান, এখন কিছু সময় আছে। এর মধ্যে আরও সিনেমার আবেদন আসতেও পারে, আবার এ চারটি সিনেমার মধ্যে কোনোটা সরেও যেতে পারে।