অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মারার পর ক্ষমা চেয়েছেন উইল স্মিথ।
বাংলাদেশ সময় সোমবার সকালে অস্কার আয়োজন অনুষ্ঠিত হওয়ার পর সেই দিন রাতে ইস্টাতে পোস্ট করার মাধ্যমে ক্ষমা চান তিনি।
উইল স্মিথ তার পোস্টে লেখেন, ‘সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক। গত রাতের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে আমার আচরণ গ্রহণযোগ্য ছিল না। জাডার শারীরিক অবস্থা নিয়ে রসিকতা আমার পক্ষে সহ্য করার মতো নয় জন্যই আমি প্রতিক্রিয়া জানিয়েছি।’
স্মিথ আরও লিখেছেন, ‘আমি প্রকাশ্যে তোমার কাছে ক্ষমা চাইতে চাই, ক্রিস। আমি লাইনের বাইরে ছিলাম এবং আমি ভুল ছিলাম। আমি বিব্রত এবং আমার এ কাজের জন্য আমাকে এরকম মানুষ ভাববেন না। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে হিংসার কোনো স্থান নেই।
‘আমি অ্যাকাডেমি, অনুষ্ঠানের প্রযোজক, সমস্ত উপস্থিত এবং বিশ্বজুড়ে যারা দেখেছেন তাদের কাছেও ক্ষমা চাইতে চাই। আমি উইলিয়ামস পরিবার এবং আমার কিং রিচার্ড পরিবারের কাছে ক্ষমা চাইতে চাই।’
অ্যালোপেসিয়া রোগের কারণে উইল স্মিথের স্ত্রী জাডা স্মিথের চুল পড়ে। এ বিষয়টির সঙ্গে জে.আই.জেন সিনেমাকে মিশিয়ে ক্রিস রক মঞ্চে রসিকতা করছিলেন। উইল তখন মঞ্চে যান এবং রককে চড় মেরে ফিরে আসেন। পর পরই তিনি চিৎকার করে বলেন, ‘আমার স্ত্রীর নাম তোমার মুখ থেকে দূরে রাখো!’
কয়েক মুহূর্ত পরে উইল স্মিথ সেরা অভিনেতার অস্কার হাতে নেন। তার বক্তৃতায় অ্যাকাডেমী এবং তার সহকর্মী মনোনীতদের কাছে ক্ষমা চেয়েছিলেন, কিন্তু রককে সম্বোধন করেননি।
পরে ইনস্টাতে পোস্ট করে সবার সামনে ক্রিসের নাম উল্লেখ করে উইল স্মিথ ক্ষমা চান।