বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমায় অভিষেকের পরপরই ৮০ লাখ রুপির অডি কিনলেন শানায়া

  •    
  • ২৫ মার্চ, ২০২২ ০৯:০৯

গত বছর থেকেই আলোচনা চলছিল বলিউডে অভিষেক হচ্ছে শানায়া কাপুরের। অবশেষে সপ্তাহ তিনেক আগে প্রকাশ করা হয়েছে বেধড়ক সিনেমাটির ফার্স্টলুক।

বলিউডে নতুন নায়ক-নায়িকা লঞ্চ করতে নির্মাতা করণ জোহরের জুরি মেলা ভার। সম্প্রতি বেধড়ক নামে ধর্মা প্রোডাকশনের পরবর্তী সিনেমা ঘোষণা করেছেন করণ।

আর এই সিনেমা দিয়েই বলিউডে পা রাখছেন কাপুর পরিবারের আরেক সদস্য সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরকন্যা শানায়া কাপুর।

গত বছর থেকেই আলোচনা চলছিল বলিউডে অভিষেক হচ্ছে শানায়ার। অবশেষে সপ্তাহ তিনেক আগে প্রকাশ করা হয়েছে বেধড়ক সিনেমাটির ফার্স্টলুক।

আর সিনেমায় ডেব্যু ঘোষণার মাস না যেতেই ৮০ লাখ রুপি দিয়ে বিলাসবহুল অডি কিউ সেভেন কিনলেন ২২ বছরের শানায়।

কয়েক দিন আগে গাড়ি প্রস্তুতকারক সংস্থার ইনস্টাগ্রাম পেজে কয়েকটি ছবি পোস্ট করে সেই তথ্য জানানো হয়েছে।

গাড়ি হস্তান্তরের সময় কাপুর পরিবারের আরেক সদস্য সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরকন্যা শানায়া কাপুর। ছবি: সংগৃহীত

এদিন গাড়ি হস্তান্তরের সময় বাবা সঞ্জয় কাপুর এবং মা মাহিপ কাপুরের সঙ্গেও ছবি তুলেছেন শানায়া।

অডি কিউ সেভেনের সংস্করণ দুটি ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করেছে। প্রিমিয়াম প্লাস, যার দাম ৮০ লাখ রুপি এবং টেকনোলজি যার দাম ৮৮ লাখ রুপি। এর মধ্যে শানায়ার কেনা কালো রঙের গাড়িটির দাম ৮০ লাখ রুপি।

বেধড়ক সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা শশাঙ্ক খৈতান। এর আগে ইনস্টাগ্রামে বেধড়ক-এ নিজের ফার্স্টলুকের একটি ছবি পোস্ট করে শানায়া লিখেছিলেন, ‘শশাঙ্ক খৈতান পরিচালিত বেধড়ক-এর সঙ্গে ধর্মা পরিবারে যোগ দিতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই যাত্রা শুরুর জন্য অপেক্ষা করতে পারছি না, আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা দরকার আমার।’

আর ইনস্টাগ্রামে সিনেমার ফার্স্টলুকে শানায়ার একটি ছবি পোস্ট করে করণ লিখেছিলেন, ‘বেধড়ক-এ শানায়ার চরিত্রের নাম নিমৃত। এক মোহনীয় শক্তির সন্ধান, যে ধরনের শক্তি সে পর্দায় তুলে ধরবে তা দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।’

বেধড়ক-এ শানায়ার পাশাপাশি অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ লক্ষ্য লালওয়ানি এবং ২০২০ সালে মুক্তি পাওয়া গিলটি সিনেমায় ভিডিও জকি বিজয় প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করা গুরফতেহ পিরজাদা।

এ বিভাগের আরো খবর