বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘরে বসেই দেখা যাবে রাজ-পরীর প্রেম-পরিণয়ের সেই সিনেমা

  •    
  • ২২ মার্চ, ২০২২ ১৮:৫৩

হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমাটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। যার ছিল আধ্যাত্মিক ক্ষমতা। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

১১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ জুটির প্রথম সিনেমা গুণিন। এই সিনেমার শুটিং করতে গিয়েই তাদের পরিচয়, প্রেম ও পরিণয়।

সেই সিনেমাটিই এবার ঘরে বসে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে ২৪ মার্চ রাত ৮টা থেকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত গুণিন সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরীমনি ও রাজ। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ।

হাসান আজিজুল হকের ছোটগল্প গুণিন থেকে নেয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

এ ছাড়া সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ অনেককে।

সিনেমাটির গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। যার ছিল আধ্যাত্মিক ক্ষমতা। এই ক্ষমতার জোরে গ্রামে তার বিশাল প্রভাব। তার তিন নাতি রহম, আলী ও রমিজ। গুণিনের রহস্যজনক মৃত্যুর পরবর্তী পরিস্থিতিতে তার দুই নাতি তথা আপন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্পই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।

পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘যেমনটা প্রথম থেকে বলা হয়েছিল সিনেমা হলের পর চরকিতে মুক্তি পাবে গুণিন, তেমনটাই হচ্ছে। এবার চরকিতে দেখতে পারবেন।’

গুণিন চরিত্রে অভিনয় করা অভিনেতা আজাদ আবুল কালাম বলেন, ‘গুণিন এতদিন আপনারা হলে দেখেছেন। যারা দেখেননি বা হলে যাওয়ার সময় পাননি, আপনারা এবার চরকিতে দেখে ফেলতে পারবেন সিনেমাটি।’

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। যা আমাদের জন্য একদম নতুন অভিজ্ঞতা। প্রেক্ষাগৃহের পর এবার ২৪ মার্চ থেকে চরকিতে দেখতে পারবেন গুণিন।’

এ বিভাগের আরো খবর