বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১১ দিনে ১৭৯ কোটি আয় করল ‘দ্য কাশ্মীর ফাইলস’

  •    
  • ২২ মার্চ, ২০২২ ১৪:১২

১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা।

একের পর এক রেকর্ড ভাঙছে দ্য কাশ্মীর ফাইলস। বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করছে সিনেমাটি।

গত ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। এরপরই বক্স অফিসের দৌড়ে লাগামহীন সিনেমাটি। সোমবার ১১তম দিনে সিনেমাটি মোট ১৭৯ কোটি ৮৫ লাখ রুপির ব্যবসা করেছে।

ভারতীয় চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ মঙ্গলবার সকালে টুইটে এ তথ্য জানান।

করোনা মহামারির পরবর্তী সময়ে, মুক্তির দ্বিতীয় সপ্তাহে সূর্যবংশী, এট্টিথ্রি, হলিউড সিনেমা স্পাইডারম্যান-এর রেকর্ড সমানুপাতিক ছিল।

দ্য কাশ্মীর ফাইলস দ্বিতীয় শুক্রবারে ১৯ কোটি ১৫ লাখ কালেকশন, শনিবারে ২৪ কোটি ৮০ লাখ, রোববারে ২৬ কোটি ২০ লাখ এবং সোমবার ১২ কোটি ৪০ লাখ রুপির ব্যবসা করেছে। এ পর্যন্ত মোট ১৭৯ কোটি ৮৫ লাখ রুপির ব্যবসা করেছে সিনেমাটি।

#TheKashmirFiles is SENSATIONAL... *Week 2* trending is THE HIGHEST in *post pandemic era*, OVERTAKES #Sooryavanshi, #83TheFilm and #Hollywood giant #SpiderMan BY A RECORD MARGIN... [Week 2] Fri 19.15 cr, Sat 24.80 cr, Sun 26.20 cr, Mon 12.40 cr. Total: ₹ 179.85 cr. #India biz. pic.twitter.com/acRcpbP7XA

— taran adarsh (@taran_adarsh) March 22, 2022

বক্স অফিস ইন্ডিয়া ডটকমের মতে, সূর্যবংশী দ্বিতীয় সপ্তাহে মোট ১৬২ কোটি ৫০ লাখ সংগ্রহ করেছিল।

১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে দ্য কাশ্মীর ফাইলস। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী।

সিনেমাটি নিয়ে চলছে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা। বিজেপিশাসিত একাধিক রাজ্যে ইতোমধ্যে সিনেমাটি করমুক্ত করে দেয়া হয়েছে। কয়েকটি রাজ্যে ছুটি পর্যন্ত দেয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য।

উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর