অভিনেতা বাবা শত্রুঘ্ন সিনহার হয়ে রাজনীতির মাঠে দেখা মিলবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। তাও আবার পশ্চিমবঙ্গে চালাবেন ভোটের প্রচার।
আসানসোল লোকসভা আসনে অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণার পর থেকেই সোনাক্ষীকে দেখার আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। জোর কদমে শুরু হয়েছে প্রচারের প্রস্তুতি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শত্রুঘ্ন জানিয়েছেন ভোটের প্রচারে আসানসোলে আসবেন তার মেয়ে সোনাক্ষী। আর তাতেই যেন উত্তেজনার পারদ আরও বেড়েছে। ইতোমধ্যেই সোনাক্ষী-শত্রুঘ্নর ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছে সেখানকার শাসক দলের যুব সংগঠন।
শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী সিনহা। ছবি: ইনস্টাগ্রাম
শত্রুঘ্ন প্রথমে ছিলেন বিজেপিতে। তারপর কংগ্রেস হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই বর্ষীয়ান অভিনেতা। বিহারের রাজনীতির ময়দানে বহুদিন ধরেই আছেন তিনি, কিন্তু আসানসোলে তার দেখা মিলতে পারে তা ভাবতে পারেননি অনেকেই।