গত ডিসেম্বরে এফডিসিতে সিনেমার শুটিংয়ের ফাঁকে দেয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেছিলেন, জানুয়ারির শেষদিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে মাস তিনেকের জন্য দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে তার।
মাহি এখন কোথায় আছেন? অভিনেত্রীর অতিরিক্ত নিরবতার কারণে এ প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিরব তিনি।
ইনস্টাতে তো চলতি বছরে কোনো পোস্টই করেননি মাহি। ফেসবুক দেখেও আন্দাজ করা যাচ্ছে না কোথায় আছেন তিনি। একসময় যাকে নিয়মিতই দেখা যেত ফেসবুকে, তার এই নিস্ক্রিয়তা আড়ালে থাকার প্রবনতাই ইঙ্গিত করে।
বিয়ে, ওমরাহ এবং কল রেকর্ড ফাঁসের পর কিছুটা নিরবই থাকছেন এ অভিনেত্রী। এর মধ্যেই তার আগের কাজ করা সিনেমাগুলো প্রস্তুতি নিচ্ছে মুক্তির।
মঙ্গলবার জানা গেল ৬ মার্চ সেন্সর ছাড়পত্র পেয়েছে মাহি অভিনীত, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমা আশীর্বাদ।
সিনেমার প্রযোজক জেনিফার ফেরদৌস নিউজবাংলাকে জানান, আসছে রোজার ঈদের পর সিনেমাটি মুক্তির ইচ্ছা আছে তাদের। তবে সেটি নিয়ে এখনই কোনো পরিকল্পনা করছেন না তারা।
অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ আছে কিনা জানতে চাইলে প্রযোজক বলেন, ‘হ্যাঁ, তার সঙ্গে যোগাযোগ আছে। তবে তিনি কোথায় আছেন বা কেমন আছেন, সে ব্যাপারে তার সঙ্গে কথা বলাই ভালো।’
সিনেমায় জুটি হয়ে কাজ করেছেন মাহি ও জিয়াউল রোশান। এটি হতে যাচ্ছে এই জুটির প্রথম সিনেমা। আরও আছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত।
সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। সিনেমায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বিশেষ গুরুত্ব রয়েছে। সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত।