২৩ ফেব্রুয়ারি প্রকাশ পায় কোক স্টুডিও বাংলা এর প্রথম গান। নাসেক নাসেক শিরোনামের গানটিতে হাজং ও লোকসংগীতের ফিউশন শুনেছে শ্রোতারা। তিন সপ্তাহে ইউটিউবে গানটির শ্রোতা-দর্শক ৭ দশমিক ৪ মিলিয়ন।
প্রথম গান শোনার পর শ্রোতাদের আগ্রহ এখন পরের গান শোনার। কবে আসবে দ্বিতীয় গান? এ প্রশ্ন এখন প্রায়ই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।
কোক স্টুডিও বাংলা এর প্রথম সিজনের সংগীত প্রযোজক অর্ণব নিউজবাংলাকে জানান শিগগিরই আসছে দ্বিতীয় গান। এই শিগগিরইটা কবে, জানতে চাইলে অর্ণব জানান, আগামী সপ্তাহের মধ্যেই নতুন গান প্রকাশের সম্ভাবনা আছে।
নতুন গানে কাদের অংশ থাকবে সে ব্যাপারে কিছু জানাননি তিনি। তবে গানটি মার্চ মাসের গুরুত্ব বহন করবে বলে জানান অর্ণব।
অর্ণব বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল চার সপ্তাহ বা এক মাস পর পর এক একটা গান প্রকাশ করার। কিন্তু সেই পরিকল্পনা থেকে সড়ে আসতে হবে বলে মনে হচ্ছে। শ্রোতারা আমাকেও জিজ্ঞেস করছে পরের গান কবে। তাই মনে হচ্ছে একেকটি গান প্রকাশের গ্যাপ দুই সপ্তাহ করে ফেলতে হবে।’
বিশ্বব্যাপী সমাদৃত সঙ্গীত আয়োজন ‘কোক স্টুডিও’। ঐতিহ্যবাহী বাংলা গানের জাদুকরী রূপ ভিন্ন আঙ্গিকে তুলে ধরতেই কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু। এতে একই সঙ্গে বিভিন্ন ঘরানার শিল্পীদের গান পাবেন দর্শক-শ্রোতারা। সঙ্গীতপ্রেমীরা ‘কোক স্টুডিও’র সিগনেচার ফিউশনধর্মী গান উপভোগের সুযোগ পাবেন।