হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘বঙ্গবন্ধু’। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।
এর আগে বিভিন্ন সময় সিনেমাটির সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন অর্থাৎ ১৭ মার্চকে কেন্দ্র করে মুক্তি পাবে সিনেমাটি।
কিন্তু করোনার কারণে সিনেমার কাজ পূর্বনির্ধারিত সময় অনুযায়ী হয়নি। যার কারণে সময়মতো মুক্তি পাচ্ছে না সিনেমাটি।
তবে আর দেরি নয়, চলতি বছরেই বঙ্গবন্ধু মুক্তি পাবে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘বায়োপিকটির শুটিং শেষ হয়েছে; এখন চলছে পোস্ট প্রডাকশনের কাজ। সেসব কাজ শেষ করে পরিচালক সিনেমাটি আমাদের বুঝিয়ে দিলেই আমরা সিনেমাটির মুক্তির বিষয় নিয়ে পরিকল্পনা করব।’
তবে এটি আগামী বছরের মার্চ পর্যন্ত গড়াবে না বলে জানিয়েছেন নুজহাত।
তিনি বলেন, ‘আশা করছি আর তিন-চার মাস লাগবে সব কাজ শেষ করতে। এ ক্ষেত্রে আমার মনে হয় আর আগামী বছরের মার্চ পর্যন্ত যাব না। চলতি বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা আমাদের।’
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ে শুরু হয় সিনেমার শুটিং। সেখানকার অংশ শেষ করে এখন বাংলাদেশে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারণ।
সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা।