বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিনেমার সন্তানকে বিয়ের নাকফুল দিলেন পরীমনি

  •    
  • ১২ মার্চ, ২০২২ ১৫:২৩

মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে সিনেমায় সন্তান হিসেবে যার দেখা মিলবে, সেই দুই মাস বয়সী শিশুটির মায়ায় পড়েছেন পরীমনি। তাই তো বিয়ের সময় স্বামী শরিফুল ইসলাম রাজের দেয়া একটি নাকফুল সেই সন্তানকে উপহার দিয়েছেন অভিনেত্রী।

মায়ের চরিত্রে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। সিনেমার নামও মা।

মায়ের চরিত্রে অভিনয় করতে গিয়ে সিনেমায় তার সন্তান হিসেবে যার দেখা মিলবে, সেই দুই মাস বয়সী শিশুটির মায়ায় পড়েছেন পরীমনি। তাই তো বিয়ের সময় স্বামী শরিফুল ইসলাম রাজের দেয়া একটি নাকফুল সেই সন্তানকে উপহার দিয়েছেন অভিনেত্রী।

অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমার শুটিংয়ে শুক্রবার এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিয়ে রাতে পরিচালক অরণ্য আনোয়ার পরীমনির একটি ছবি সংযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন।

এতে তিনি লেখেন, ‘‘দুপুর তিনটার দিকে পরীমনির শুটিং প্যাকআপ করে আমি টিমের সঙ্গে খেতে বসলাম। এ সময় কে একজন বলল, ‘পরী আপু আপনাকে ডাকছেন।’ সেটের মধ্যে একটা রুমে, পরী তখন রাজের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার আয়োজনে ব্যস্ত। আমাকে দেখে বলল, ‘ভাইয়া, আমার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটাকে একটা কোনো ভালো গিফট করা উচিত।’ ওর কথা শেষ হওয়ার আগেই আমি উত্তর দিলাম, ‘ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি ব্যবস্থা করছি।’ বলেই চলে আসলাম।

“আমার মাথায় তখন খাওয়া দাওয়া শেষে ডে লাইটে একটা দৃশ্য শেষ করার চিন্তা। আর আমি পেশাদার মানুষ। আমার প্রোডাকশন আগেই শিশুটির সম্মানী বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের খাম ওর মায়ের হাতে তুলে দিয়েছে। সেটাকেই আমি যথেষ্ট বলে মনে করি।”

এ পরিচালক বলেন, “খাওয়া শেষে উঠানে সেই দৃশ্যের শুটিং আয়োজন করছি। এ সময় আবার ঘরের ভেতর থেকে পরীর ডাক আসল। আমি ব্যস্ত। তবুও ভাবলাম ওকে বিদায়টা দিয়ে আসি। ঘরে ঢুকতেই দেখলাম রাজ আর পরীর হাতে একটা সোনার রিং জাতীয় কোনো কিছুর একটা ছোট বাক্স। পাশে বসা সেই শিশুটির মা।

“পরী বলল, ‘ভাইয়া আমার বিয়ের সময় রাজের উপহার দেয়া দুটো নাকফুলের একটা হচ্ছে এটা। আমি বাবুটাকে আপনার হাত দিয়ে এই নাকফুল উপহার দিতে চাই।’ আমি হতভম্ব। কী বলে এই মেয়ে? পরী আবার বলল, গত ক’টা দিন ওর সাথে মায়ের চরিত্রে অভিনয় করে ওর প্রতি আমার যে মায়া জমে গেছে। আমি আবেগে আপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে।”

পরীমনির সঙ্গে কথোপকথনের বিষয়ে অরণ্য আনোয়ার আরও বলেন, “বললাম, ‘তুমি সত্যিই একটা পাগল। ওকে! আসো তাহলে উপহার দেয়ার ছবিটা আমরা তুলি একসাথে।’ রাজ বলল, ‘নিরব ভালোবাসাটা নিরবই থাকুক ভাই। ছবি তোলার দরকার নাই।’

“আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এ আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ যে আমি নই। দুই মাস বয়সী শিশুটির বাবা একজন অটোরিকশার চালক। মা গৃহিণী। স্যালুট পরীমনি। তোমাকে স্যালুট-শ্রদ্ধা-ভালোবাসা।”

এদিকে পরীমনি অভিনীত সিনেমা গুণিন মুক্তি পেয়েছে শুক্রবার। এতে তার বিপরীতে রয়েছে স্বামী চিত্রনায়ক রাজ।

কয়েক দিন আগেই মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত আরেক সিনেমা মুখোশ।

এ বিভাগের আরো খবর