বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘শিমু’র উদ্বোধনী প্রদর্শনী ও দর্শক প্রতিক্রিয়া

  •    
  • ১০ মার্চ, ২০২২ ১৫:০৯

শিমু প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে শিমু একজন সম্মুখযোদ্ধা। এমনটাই মনে করেন পরিচালক রুবাইয়াত হোসেন।

উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল রুবাইয়াত হোসেন পরিচালিত শিমু সিনেমার। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের যে ভূমিকা আছে, তার আলোকে দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্প বলা হয়েছে শিমু সিনেমায়।

মহাখালীর এসকেএস ভবনের স্টার সিনেপ্লেক্সে উদ্বোধনী প্রদর্শনীতে ছবির কলাকুশলীদের পাশাপাশি উপস্থিতি ছিল বিভিন্ন পেশার মানুষের।

১১ মার্চ থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভার স্ক্রিন এবং সাভারের চন্দ্রিমা হলে প্রদর্শিত হবে সিনেমাটি।

সিনেমা শেষে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শিমু সিনেমাটি নিয়ে তাদের মতামত দিয়েছেন।

শিমুর উদ্বোধনী প্রদর্শনীতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: পিয়াস বিশ্বাস

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘আন্ডার কনস্ট্রাকশনের পরে ওকে (রুবাইয়াত হোসেন) একটা কথা বলি। বলি যে, ভালো ছবি বানানো তো যেকোনো ফিল্ম মেকারের জন্যই একটা সংগ্রাম! কিন্তু মেয়েদের জন্য বোধ হয় সেটা ডাবল সংগ্রাম। যেখানে সমাজ, এমনকি প্রগতিশীল সমাজও বিশ্বাস করতে রাজি না যে একটা মেয়ে নিজের ছবি নিজেই বানাতে পারে। যাই হোক, রুবাইয়াতের নতুন ছবি শিমু মুক্তি পাচ্ছে শুক্রবার। সবার সঙ্গে টিকিট কেটেই দেখব।’ (সংক্ষিপ্ত)

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল লিখেছেন, ‘এই রকম ছবি বানাতে অনেক সাহসের দরকার হয় । আমাদের দেশে যেই ধরনের ফিল্ম কালচার প্রচলিত, তার একদম বিপরীত এই ছবি। শিমু চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে দর্শক প্রতিক্রিয়া দেখে আত্মবিশ্বাসী হওয়াই যায়, আমাদের দর্শক যথেষ্ট ম্যাচিউরড হয়েছেন। রুবাইয়াত আপনাকে অভিনন্দন এই রকম পরিপক্ব একটা চলচ্চিত্র উপহার দেয়ার জন্য।’ (সংক্ষিপ্ত)

অভিনেত্রী বাঁধন ও আমন্ত্রিত অতিথিরা। ছবি: পিয়াস বিশ্বাস

অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘আমি রুবাইয়াত হোসেনকে অনেক দিন থেকেই পছন্দ করি এবং আমি তার ভক্ত। অবশেষে আমি আজ (বৃহস্পতিবার) তার সঙ্গে দেখা করতে পেরেছি। আমি সত্যিই আমাদের দেশের তরুণদের প্রশংসা করি, যারা সমাজের জন্য চিন্তা করে এবং এর জন্য কাজ করে। সে তাদের একজন। পুরো দলের জন্য শুভকামনা।’ (সংক্ষিপ্ত)

সাংবাদিক মাহমুদ মানজুর তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘শিমু দেখে আরাম লাগল।’ (সংক্ষিপ্ত)

শিমু প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে শিমু একজন সম্মুখযোদ্ধা। এমনটাই মনে করেন পরিচালক রুবাইয়াত হোসেন।

শিমু সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন। ছবি: পিয়াস বিশ্বাস

উদ্বোধনী প্রদর্শনীর আগে ছবির কলাকুশলীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের শ্রমজীবী নারীরা সিনেমাটি দেখলে আমার খুব ভালো লাগবে। কেননা তারা তাদের নিজেদের গল্পটাকে পর্দায় দেখতে পাবেন।’

সিনেমার প্রধান চরিত্র শিমু চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। তিনি বলেন, ‘যেকোনো পেশার মানুষই এ গল্পের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন।’

শ্রমিকনেত্রী ডালিয়া। ছবি: পিয়াস বিশ্বাস

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তিনিও।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

এ বিভাগের আরো খবর