সালমান খান ও ক্যাটরিনা যেখানে একসঙ্গে, সেখানেই যেন ধামাকা। রিল থেকে রিয়েল লাইফ, সবখানেই আলোচনার শীর্ষে এ দুই তারকা। তবে ভিকির সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পর ক্যাটকে নিয়ে সালমানের সঙ্গে জড়িয়ে চর্চা বন্ধ হয়েছে।
কিন্তু সিনেমায় এ জুটিকে আলাদা করা কঠিনই বটে। ক্যাট-ভিকির বিয়ের পর প্রথম কোনো সিনেমার ভিডিওতে দেখা দিলেন ক্যাট, সেটিও সালমানের সঙ্গেই।
শুক্রবার অনলাইনে প্রকাশ পেয়েছে সালমান-ক্যাট জুটির জনপ্রিয় সিরিজ সিনেমা টাইগার ৩-এর মুক্তির তারিখ ঘোষণার ভিডিও। সেখানে পর্দার এ জুটি হাজির হয়েছেন পরিচিত লুকে।
ভিডিওটি শুরু হয় ক্যাটরিনার অ্যাকশন দৃশ্য দিয়ে। পরে বোঝা যায় সেটি মূলত সিনেমার অ্যাকশন দৃশ্যের রিহার্সেল। নিজের অংশ শেষ করে যখন ক্যাট প্রায় ঘুমিয়ে থাকা সালমানকে ডেকে বলেন, তুমি কি প্রস্তুত? জবাবে সালমান খান বলেন, টাইগার সব সময় প্রস্তুত।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস জানিয়েছে টাইগার ৩ মুক্তি পাবে ২০২৩ সালের ঈদে। সিনেমাটি পরিচালনা করছেন মনীশ শর্মা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।