ভালোবাসার প্রতিশ্রুতি একে অপরকে আগেই দিয়ে রেখেছিলেন অনন্ত-বর্ষা। দুজনে সেই প্রতিশ্রুতি আবারও একটু ঝালিয়ে নিলেন গানে গানে।
এ জুটির নতুন একটি গান ‘তোকে রাখবো খুব আদরে’ প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার রাতে। গানটি দিন- দ্য ডে সিনেমার। গানটিতে রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন অনন্ত-বর্ষা।
গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ, সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও আনিশা। গানটির দৃশ্যধারণ হয়েছে তুরস্ক ও ইরানের বিভিন্ন জায়গায়।
বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরায় একটি রেস্টুরেন্টে গানটির প্রকাশনা অনুষ্ঠান হয়। সেখানে অনন্ত দিন- দ্য ডে সিনেমাটি আসছে রোজার ঈদে মুক্তি দিতে চাইছেন বলে জানান।
অনন্ত বলেন, ‘আমি চাই এই একটি সিনেমাই ঈদে মুক্তি পাক। কারণ আগে অনেক সিনেমা হল ছিল, একাধিক সিনেমা মুক্তি দেয়া যেত। কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা ৪০-৫০টি। এত কম প্রেক্ষাগৃহে বেশি সিনেমা মুক্তি দিলে কারই কোনো লাভ হবে না।’
বিষয়টি নিয়ে প্রযোজক সমিতির নেতাদের সঙ্গে কথাও বলবেন বলে জানান অনন্ত জলিল।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত-বর্ষা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।