বিরতির পর শাহরুখ কোন সিনেমায় ফিরবেন তা নিয়ে ভক্ত-দর্শকদের আগ্রহের কমতি ছিল না। সেই আগ্রহকে শান্ত করল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ মুভিজ।
ভারতীয় এ প্রভাবশালী প্রতিষ্ঠানটি প্রকাশ করেছে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমার মুক্তির তারিখ ঘোষণার ভিডিও।
সেখানে শাহরুখকে ভালো করে বোঝা যাচ্ছে না। ঝাপসা ফুটেজে রহস্য ও আকর্ষণের অনেকটাই নিজেদের কাছে এখনও রেখে দিয়েছেন সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
ধর্ম নেই, জাত নেই। তাই নামও নেই। কীভাবে ‘পাঠান’ হলো সে? শাহরুখ খানের ভাষ্যে, ‘একটু অপেক্ষা করুন, পাঠানের সঙ্গে আলাপ হবে শিগগিরই’।
যে ভিডিওটি প্রকাশ পেয়েছে সেখানে আরও আছেন জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন। তারাই মূলত পরিচয় করিয়ে দিয়েছেন শাহরুখ খানকে।
সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে ভিডিওতে। ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
এর আগে শোনা গেছে সিনেমায় টাইগার চরিত্র নিয়ে সালমান খান এবং কবির খান চরিত্র নিয়ে হৃত্বিককেও সিনেমায় দেখা যাবে অতিথি চরিত্রে।