বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাজং-লোকগানে শুরু হলো ‘কোক স্টুডিও বাংলা’

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ২২:২২

‘নাসেক নাসেক’ গানের বিবরণে লেখা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে আমরা গর্বের সঙ্গে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করছি।

প্রকাশ পেয়েছে ‘কোক স্টুডিও বাংলা’ আয়োজনের প্রথম গান। বুধবার রাত ৮টায় ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘নাসেক নাসেক’ শিরোনামের গান।

গানটিতে হাজং সম্প্রদায়ের ভাষার গানের পাশাপাশি দেশের পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’ গানটিও রাখা হয়েছে। মূলত দুটি গান মিলিয়ে একটি ফিউশন করা হয়েছে।

‘নাসেক নাসেক’ শিরোনামের গানটির হাজং ভাষার অংশটি গেয়েছেন অনিমেষ রয় এবং ‘দোল দোল দুলুনি’ গানটি গেয়েছেন পান্থ কানাই।

‘নাসেক’ হাজং সম্প্রদায়ের ভাষার শব্দ। বাংলায় এর অর্থ ‘নাচো’। অনিমেষ রয় তার মাতৃভাষা অর্থাৎ হাজং ভাষায় লিখেছেন গানটি। আর আব্দুল লতিফের লেখা ‘দোল দোল দুলুনি’ গানটির মূলশিল্পী আব্দুল আলীম।

‘নাসেক নাসেক’ গানের বিবরণে লেখা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে আমরা গর্বের সঙ্গে হাজং ভাষার পাশাপাশি সব আদিবাসীদের ভাষার প্রতি সম্মান প্রদর্শন করছি।

‘নাসেক নাসেক’ গানটি ‘বাংলার বারো মাসে তেরো পার্বণ’ (বাংলা-অনেক উৎসবের দেশ) এর চেতনাকে তুলে ধরে বলে মনে করেন আয়োজকরা।

এ বিভাগের আরো খবর