বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শুক্রবার থেকে স্বল্পদৈর্ঘ্যের সবচেয়ে বড় উৎসব

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৪৫

হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাবেন মানযারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া দেয়া হবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ফিকশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ডকুমেন্টারি, তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট পুরস্কার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করে শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হচ্ছে উৎসবটি, চলবে ৪ মার্চ (শুক্রবার) পর্যন্ত। এটি উৎসবের ১৬তম আয়োজন।

এবারের আসরে উৎসব কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার নাসির উদ্দিন ইউসুফ এবং উৎসব পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ ইমরান হোসেন কিরমানী।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবে ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্য থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত করেছে। বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র এবারের উৎসবে প্রদর্শিত হবে।

এবারের মূল ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালা মিলনায়তন এবং ও চিত্রশালা মিলনায়নতনকে। উৎসবের প্রতিদিন বেলা ১১টা, ৩টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী হবে।

ভেন্যু হিসেবে আরও থাকছে জাতীয় নাট্যশালা মিলনায়তন, শিল্পকলা একাডেমির সেমিনার হল, ফিল্ম আর্কাইভের মূল মিলনায়তন, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, শাহবাগের ফিল্ম সেন্টার।

উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান আয়োজিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে।

উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি।

৪ মার্চ শুক্রবার বিকেল ৪টায় হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

উৎসবে বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বেশ কিছু ছবি প্রদর্শিত হবে। যার মধ্যে আছে অস্কার, কান, সানড্যান্স, টিফ, ওবারহাওজেন, বার্লিন, লোকারনো, বুসানে অংশ নেয়া স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাবেন মানযারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া দেয়া হবে ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ফিকশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন শর্ট ডকুমেন্টারি, তারেক শাহরিয়ার বেস্ট ইনডিপেনডেন্ট শর্ট পুরস্কার।

১৯৮৬ সালের আগস্টে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠিত হয়। ১৯৮৮ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম উপমহাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। ৩৪ বছর ধরে এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।

এ বিভাগের আরো খবর