বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আমরা একটি পরিবার কথাটি সিনেমায় সবচেয়ে বড় মিথ্যা: মান্না

  •    
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:০০

টাঙ্গাইলের সেই আসলাম তালুকদার পরবর্তী সময়ে হয়ে ওঠেন দেশের সবচেয়ে বড় তারকাদের একজন মান্না। ধীরে ধীরে তিনি হয়ে যান সিনেমার মান্না ভাই।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতার মাধ্যমে আসা টাঙ্গাইলের আসলাম তালুকদারের একসময় ঘুরতে হয়েছে প্রযোজকের দরজায় দরজায়।

সিনেমায় প্রথম সুযোগ দেন নায়করাজ রাজ্জাক। সিনেমার নাম তওবা। তার সংলাপ ছিল ‘মা, মা’।

টাঙ্গাইলের সেই আসলাম তালুকদার পরবর্তী সময়ে হয়ে ওঠেন দেশের সবচেয়ে বড় তারকাদের একজন মান্না। ধীরে ধীরে তিনি হয়ে যান সিনেমার মান্না ভাই।

অভিনেত্রী অপি করিমকে দেয়া এক সাক্ষাৎকারে সিনেমা জগৎ নিয়ে মান্না বলেছিলেন, ‘সিনেমায় সবকিছু কমার্শিয়াল। এখানে কেউ কারও বন্ধু নয়। পৃথিবীর সবচেয়ে স্বার্থপর কোনো জগৎ থাকলে সেটা হলো সিনেমা জগৎ। এখানে হৃদয়, প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়া সবই মেকি। সিনেমার মানুষরা যদি কখনও বলে যে তারা সবাই একটি পরিবার, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা।’

তুমুল জনপ্রিয় এ নায়ক ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি ৪৩ বছর বয়সে মারা যান। টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

শাকিব খান ও মান্না। ছবি: সংগৃহীত

দিনটিতে তাকে স্মরণ করছেন অনেকেই। দেশের শীর্ষ নায়ক শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্মৃতিচারণা করেছেন মান্নাকে নিয়ে।

শাকিব খান লিখেছেন, ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।

‘আমার সৌভাগ্য স্ট্রাগল পিরিয়ডে কয়েকটি চলচ্চিত্রে এই মানুষটার সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি। ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সব সময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে।’

এ বিভাগের আরো খবর