বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কী হচ্ছে: অঞ্জনা

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:১৪

দশ দিন পর কেন শপথ নিতে আসলেন, জানতে চাইলে অঞ্জনা সাংবাদিকদের বলেন, ‘আমি জয়ী হয়েছি মিশা-জায়েদ প্যানেল থেকে। আমরা অপেক্ষা করেছি এবং ভেবেছি, নিজেদের মধ্যে কথা বলেছি কীভাবে কার্যক্রম করা যায়।’

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের পল প্রকাশের পর প্রথম শপথ অনুষ্ঠিত হয় ৬ ফেব্রুয়ারি। সেই অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মিশা সওদাগর উপস্থিত থাকলেও ছিলেন না মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী কোনো প্রার্থী। কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে জয়ীরাই শপথ নেন সেদিন।

প্রথম শপথের ১০ দিন পর মিশা-জায়েদ প্যানেল থেকে জয়ী প্রথম কোনো প্রার্থী শপথ নিলেন। বুধবার সন্ধ্যায় এফডিসিতে শপথ নেন কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়ী অঞ্জনা। তাকে শপথ পরান সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় উপস্থিত ছিলেন নিপুণ, ফেরদৌস।

দশ দিন পর কেন শপথ নিতে আসলেন, জানতে চাইলে অঞ্জনা সাংবাদিকদের বলেন, ‘আমি জয়ী হয়েছি মিশা-জায়েদ প্যানেল থেকে। আমরা অপেক্ষা করেছি এবং ভেবেছি, নিজেদের মধ্যে কথা বলেছি কীভাবে কার্যক্রম করা যায়। একটা পদ নিয়ে কিছু একটা সমস্যা ছিল, কিন্তু যখন দেখলাম বিষয়টা একটা লম্বা প্রক্রিয়ায় ঢুকে গেল, একজন সিনিয়র শিল্পী হিসেবে মনে করলাম যে, যেহেতু আমি ভোটারদের ভোটে জয়ী তাই শপথ নেয়ার চিন্তা করলাম।’

এ সময় অঞ্জনা জানান, তিনি তার প্যানেলের অন্যান্যদের সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছেন এবং তারা অঞ্জনাকে ওয়েলকাম করেছেন।

অঞ্জনা বলেন, ‘আমি মনে করি, মিশা-জায়েদের প্যানেল থেকে যারা জিতেছেন, তারা অবশ্যই শপথ নিয়ে কাজ শুরু করবেন।’

শপথ নিতে আসতে কিছুটা দ্বিধা কাজ করেছে বলে জানান অঞ্জনা। তিনি বলেন, ‘এমন পরিস্থিতি তো আগে কখনও হয়নি। আমি যেহেতু অন্য প্যানেল থেকে এসেছি তাই আমার একটু ভাবনা চিন্তার বিষয় ছিল, আলোচনার বিষয় ছিল।’

এ বিভাগের আরো খবর