কদিন আগেই প্রকাশ পেয়েছে আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সিনেমার ট্রেলার। এতে তার অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা। তাকে অনুকরণ করে এক কন্যাশিশুর বানানো ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু ভিডিওটিতে শিশুটির মুখে বিড়ির বদলে দিয়াশলাইয়ের কাঠি।
আর সেই ভিডিও দেখেই চটেছেন বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাউত। প্রশ্ন তুলেছেন শিশুটি যৌনকর্মীকে নকল করছে কি না।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘শিশুটি কি একজন যৌনকর্মীকে নকল করার চেষ্টা করছে? মুখে বিড়ি নিয়ে অশ্লীল সব ডায়লগ বলছে, একবার দেখুন ওর শারীরিক অঙ্গভঙ্গি। এই বয়সে কীভাবে এমন শারীরিক অঙ্গভঙ্গি হতে পারে? এটা কি সঠিক? এভাবে তো হাজারও শিশু এমন কাণ্ড ঘটাবে।’
কঙ্গনা আরও লেখেন, ‘সরকারের উচিত এই বিষয়ে বিশেষ নজর দেয়ার। এসব শিশুর অভিভাবকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেয়া উচিত।’
কঙ্গনার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত/নিউজবাংলা কোলাজ
পোস্টটি কেন্দ্রীয় নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী স্মৃতি ইরানিকে ট্যাগ করে তিনি আরও লিখেছেন, ‘মাননীয়া স্মৃতি ইরানি, দয়া করে এই বিষয়টায় নজর দিন।’
কদিন আগে দীপিকার গেহরাইয়া সিনেমা নিয়েও কটাক্ষ করেছিলেন কঙ্গনা। বলেছিলেন, ‘এই প্রজন্মের/নতুন যুগের অথবা আরবান মুভির নাম নিয়ে জঞ্জাল বিক্রি করবেন না। খারাপ সিনেমা সবসময়ই খারাপ, দেহ প্রদর্শন বা পর্নোগ্রাফি দেখালেও সেটাকে ভরাডুবির হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’
আগামী ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির পরিচালিত গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। এতে যৌনপল্লি কামাথিপুরার যৌনকর্মী ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। ৫০০ রুপির বিনিময়ে স্বামীর হাতে যৌনপল্লিতে বিক্রি হওয়া সেই গাঙ্গুবাই একসময় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দোর্দণ্ড প্রতাপ নেত্রী হিসেবে।