বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার

  •    
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৫২

এবারের ফাগুন পুতুলের কাছে হাজির হয়েছে অধরা এক সত্তাকে সঙ্গে নিয়ে। মা হতে যাচ্ছেন এ সংগীতশিল্পী। ফেসবুকে নিজেই জানিয়েছেন সে কথা।

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। কণ্ঠশিল্পী হিসেবে বেশি পরিচিত হলেও তিনি সুর করেন, গান লেখেন, বইও রয়েছে তার।

ফাগুনে নতুন গানের কথাই হয়তো তার কাছ থেকে শুনতে চেয়েছিলেন অনেকে। তবে তিনি যে খবর দিয়েছেন, তাতে নতুন গানের চেয়েও বেশি খুশি সবাই।

এবারের ফাগুন পুতুলের কাছে হাজির হয়েছে অধরা এক সত্তাকে সঙ্গে নিয়ে। মা হতে যাচ্ছেন এ সংগীতশিল্পী। ফেসবুকে নিজেই জানিয়েছেন সে কথা।

পুতুল তার ভেরিফায়েড ফেসবুকে লেখেন, ‘ফাল্গুন এবার একেবারেই অন্য আমেজে ধরা দিয়েছে আমার কাছে। এবার ফাল্গুন বরণ করছি আরেকটা অধরা সত্তাকে সঙ্গে নিয়ে, যে আমারই ভিতর বেড়ে উঠছে। একটা পরিপূর্ণ সত্তা হবার জন্য আমার ভিতর যার বিপুল উচ্ছ্বাস। অনুভব করছি প্রতিনিয়ত একটা ভ্রুণ থেকে সত্তা হয়ে উঠবার তোড়জোড় তার।

‘হ্যাঁ, মা-বাবা হতে চলেছি আমি আর সৈয়দ রেজা আলী। একটা গিটার একটা মাইক্রোফোনের ব্যান্ডে ঝুনঝুনি হাতে আসতে চলেছে একজন, পরিপূর্ণ হতে চলেছে পুতুলপরিবার।’

১৪ এপ্রিল বিয়ে হয় পুতুল-রেজার। রেজাও সংগীতের সঙ্গে যুক্ত।

এ বিভাগের আরো খবর